Md Abdul Basir changed his profile picture
5 w

image

Bangladesh Army

image

যদি শয়তানের পক্ষ থেকে তোমাদের কাছে কোনো মন্দ পরামর্শ আসে, তাহলে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা কর। নিশ্চয়ই তিনি শ্রবণকারী, সর্বজ্ঞ।

গতকাল আমি বুদ্ধিমান ছিলাম, তাই আমি বিশ্বকে পরিবর্তন করতে চেয়েছিলাম। আজ আমি জ্ঞানী, তাই আমি নিজেকে পরিবর্তন করছি।

আপনার ভালো কাজগুলি অবশেষে আপনার কাছে ফিরে আসবে।

যখন পৃথিবীর কেউ আপনাকে বুঝতে চেষ্টা করে না, তখন এতটুকু মনে রাখুন আল্লাহ্ আপনাকে বুঝেন।

তোমাদের মধ্যে তারাই সর্বোত্তম যাদের আচার-ব্যবহার ও চরিত্র সর্বোত্তম।

বুদ্ধিমান ও সত্যবাদী ব্যক্তি ছাড়া আর কারো সঙ্গ কামনা করো না।

নিচু মনের মানুষের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য।

ধনীদের মধ্যে সবচেয়ে ধনী সেই যে লোভের বন্দী নয়।