ইজরায়েলী বাহিনীর গুলিতে আহমদ আব্দুন নাসের নামক ১৩ বছর বয়সী কিশোর শহিদ হয়েছিল।😪

image

দেশে এসব কি হচ্ছে। গুপ্ত হত্যা হচ্ছে। 😪

image

আলহামদুলিল্লাহ।
তেল আবিবে একটি মিসাইল আঘাত হানতে সক্ষম হয়েছে।

image

??/??/?? ব্রেকিং: ইয়েমেনে বৃহৎ পরিসরের বিমান হামলা চালানো হয়েছে, যা সন্ত্রাসী রাষ্ট্র যুক্তরাষ্ট্র বা ইসরায়েল নিজেই পরিচালনা করেছে।

মাঝে মাঝে দুঃখের দ্বারা আমারা এমনভাবে দগ্ধ হই যে আমারা ভুলেই যাই এমন অনেক বিষয়, যা আমাদের সুখী করতে পারে। কিছু সময় নিয়ে সেগুলো সম্পর্কে চিন্তা করুন।

দেশটা কি এখনো আওয়ামী সন্ত্রাসীদের দখলে৷ কি মনে হয়?

image

আপনি যেদিন উপলব্ধি করবেন ইসলামের জন্য কী বিশাল পরিমাণ কাজ করা প্রয়োজন অথচ হাতে কতটা কম সময় রয়েছে, সেদিন বুঝতে পারবেন ছুটির দিন কাটানোর মতো কোন সময় নেই।

তাওহীদ হলো সমস্ত দোয়া, সমস্ত কান্নাকাটি, সাহায্য চেয়ে সমস্ত আবেদন, সমস্ত আশা এবং সকল কল্যাণের আগমন ও সকল ক্ষতি নিবারণের জন্য প্রার্থনা অন্য কেউ নয় বরং কেবলই আল্লাহর উদ্দেশ্যে হতে হবে।

পৃথিবীর জীবনটা তিনটি দিনের– গতকালের দিনটিতে যা করা হয়েছে সেগুলো নিয়ে সেটি চলে গেছে; আগামীকালের দিনটিতে হয়ত আপনি না-ও পৌছতে পারেন; কিন্তু আজকের দিনটি আপনার জন্য সুতরাং যা করার আজই করে নিন।

আসক্তের মতো ভালবাসবেন না, ধ্বংসাত্মকভাবে কাউকে ঘৃণা করবেন না।