যখন আপনি কুরআন তিলাওয়াত করেন তখন মনে করবেন আপনি আল্লাহর সাথে কথোপকথন করছেন এবং তিনি সরাসরি আপনাকে বলছেন।

নিজেকে দুশ্চিন্তামুক্ত রাখতে প্রতিটা বিষয়ে আল্লাহর উপর ভরসা করুন। কেননা আপনার জন্য কোনটি কল্যাণকর তা তিনিই ভালো জানেন।

এমন কারো সঙ্গী হোন যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়।

যে বিষয়ে মনে খটকা লাগে সে বিষয়টা যতোটা সম্ভব এড়িয়ে চলুন।

আল্লাহর কাছে আপনি প্রার্থনা করা বন্ধ করে দিলে তিনি রাগান্বিত হন। অথচ আদম সন্তানের কাছে কিছু প্রার্থনা করলে সে রেগে যায়।

কখনো কখনো মানুষ আপনাকে বয়কট করবে, দূরে সরিয়ে দিবে, তবে এগুলোকে পার্সোনালি নিয়ে ভেঙ্গে পড়বেন না। কারণ আল্লাহ সুবহানাহু তা'আলা হয়তো ওদের দিক থেকে দূরে সরিয়ে তাঁর নিজের দিকেই আপনাকে ডাকছেন।

আপনার দুর্বলতাকে শক্তিতে পরিণত করার ক্ষমতা একমাত্র আল্লাহ্ তা'আলা-ই রাখেন। তাই তাঁর কাছেই প্রার্থনা করুন।

ক্ষমা হলো আল্লাহর নিকট প্রিয়।” (বুখারী)

বিশ্লেষণ: ক্ষমা ও দয়া হলো ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ নীতি। এই উক্তি ক্ষমার গুরুত্ব এবং এর উপকারিতা সম্পর্কে আমাদের শিক্ষা দেয়।

প্রকৃতি হলো আল্লাহর একটি আমানত। তোমাদের উপর এর সঠিক যত্ন নেওয়া ফরজ।”

বিশ্লেষণ: এই উক্তি আমাদের প্রকৃতির প্রতি দায়িত্ব এবং এর সঠিক ব্যবহারের উপর জোর দেয়।

খাবার অপচয় করো না, কারণ অপচয় আল্লাহর অপছন্দনীয়।” (সূরা আরাফ, ৭:৩১)

বিশ্লেষণ: এই উক্তি আমাদের খাদ্যের মূল্য এবং অপচয়ের বিরুদ্ধে সচেতন করে তোলে।