আল্লাহ রাব্বুল আলামীনের ভয়ে আপনি যে জিনিস ত্যাগ করবেন বা ছেড়ে দেবেন , আল্লাহ রাব্বুল আলামীন আপনাকে তার চেয়েও উত্তম কিছু অবশ্যই আপনাকে দান করবেন ।

মাতা পিতাকে কষ্ট দেবে না , মাতা পিতা যদি তোমাকে তাদের সন্তান-সন্ততি ও বিষয় সম্পদ থেকে বঞ্চিত করে দেয় তারপর ও ।

কৃপণতা দূর কর , না হলে তোমার আপনজনরা তোমার জন্য লজ্জিত এবং অপমানিত হবে এবং অন্য মানুষজন তোমাকে ঘৃণা করবে ।

ওই ব্যক্তি মুমিন নয় , যে মজা নিয়ে এবং তৃপ্তি সহকারে আহার করে , অথচ তার আশেপাশের প্রতিবেশী অনাহারে থাকে ।

দুইটি নেয়ামত আছে অধিকাংশ মানুষ যেই দুটিতে ক্ষতিগ্রস্ত , একটি হচ্ছে সুস্থতা আরেকটি হচ্ছে অবসর।

কেউ আপনার থেকে দূরে চলে গেলে আপনি চিন্তিত বা রাগান্বিত হবেন না , কারণ এটা আল্লাহ রাব্বুল আলামীনের পরিকল্পনা ছিল।

পৃথিবীতে যখন আপনাকে কেউ বুঝতে চেষ্টা করবে না , এতোটুকু মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামীন আপনাকে বোঝেন ।

যে হৃদয় আল্লাহ রাব্বুল আলামীনের জন্য স্পন্দিত হয় , সে হৃদয় দুনিয়ার জন্য স্পন্দিত হৃদয়ের মধ্যে অপরিচিত।

আপনার দুর্বলতাকে শক্তিতে পরিণত করার ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ই রাখেন , সেজন্য আপনি তার কাছেই পানাহ চান প্রার্থনা করুন।

সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয়। পার্থক্যটা হলো সত্যিকার সফল হওয়ার ইচ্ছা”।