শুধু সম্মানের বিনিময়ে সম্মান করাকে সম্মান বলে না, সেটাকে বলে প্রতিদান। সম্মান তাকেই বলে যেখানে বিনয়ের সাথে নিঃস্বার্থভাবে অন্যকে মর্যাদা দেওয়া হয়।

সম্মান হলো একটি মানবিক প্রাণের মূল্য ও গরিমা, যা অন্যদের কাছে পেতে হলে আপনাকে প্রথমে অন্যকেই সম্মান করতে হবে।

সম্মান হল আয়নার মতো। তুমি অন্যকে যতো বেশী সম্মান দেবে, তার থেকে অনেক বেশী সম্মান তুমি তাদের কাছ থেকে ফিরে পাবে।

হয়তো আপনি খারাপ পথে কাজ করে অনেক টাকা উপার্জন করতে পারবেন কিন্তু কখনোই কারো সম্মান অর্জন করতে পারবেন না। কারণ সম্মান টাকাতে নয় সম্মান হচ্ছে ব্যবহারে।

কাউকে জোর করে সম্মান দেওয়া যায় না, কিংবা সম্মান ভিক্ষা করা যায় না। এটি স্বয়ংক্রিয় ভাবে অর্জিত এবং প্রাপ্ত হয়।

সম্মান অর্জনের জন্য আলাদা কিছু করার প্রয়োজন নেই, শুধু নিজের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করাই যথেষ্ট।

একজন মানুষের কাছে সবচেয়ে বড় ও সম্মানের বিষয় হলো তার নিজ দেশের জন্য কিছু করে দেখানো।

সুখী হওয়ার একটা আচর্য ক্ষমতা আছে মানুষের। এ জগতে সবচেয়ে সুখী হচ্ছে সে, যে কিছুই জানে না। জগতের প্যাঁচ বেশি বুঝলেই জীবন কঠিন হয়ে যায়।

জীবনে চলার পথে তুমি যাদেরকে সবচেয়ে বেশি ভালবাসবে । সেই মানুষ গুলোই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে।

জীবন হতে পারে উত্তম, যদি আপনি জীবনকে ভয় না পান। এজন্য প্রয়োজন সাহস, কল্পনা শক্তি ও অল্প কিছু টাকাকড়ি।