যে স্বপ্ন আপনি একা দেখেন তা কেবল মাত্র একটি স্বপ্ন। আর যে স্বপ্ন আপনি সবাইকে নিয়ে দেখেন তা হলো কঠিন বাস্তবতা।

মনের অনেক দরজা আছে, সেখান দিয়ে অসংখ্যজন প্রবেশ করে এবং বের হয়ে যায় তাই সবাইকে মনে রাখা সম্ভব হয় না।

আবেগ দিয়ে নয় সবকিছুই বিবেক দিয়ে চিন্তা করতে হবে। কারন বিবেকবান মানুষ ভুল করতে পারে না।

জীবনের প্রতিটা পদক্ষেপ ভেবে চিন্তে নাও। কারন তোমার ভুল ধরার লোকের অভাব না থাকলেও সুধরে দেবার মতো লোক খুজে পাবে না।

যশোরে হাতে অস্ত্র নিয়ে ফিলিস্তিন মুক্তিকামী হামাস সৈনিক
হাতে অস্ত্র আরবিতে বক্তব্য, যশোরের মাদ্রাসার ভিডিওটি ‘অভিনয়’

যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার একটি ভিডিও নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা গেছে, মুখ ঢাকা একজন আরবি ভাষায় বক্তব্য দিচ্ছেন। তার পাশে দুই জন কালো কাপড়ে মুখ ঢেকে অস্ত্র হাতে গার্ডের মতো দাঁড়িয়ে আছেন। মঞ্চের আশপাশে বেশ কয়েকজনকে শ্রোতা হিসেবে দেখা যাচ্ছে।

এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যশোর পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে জানান, তারা এ বিষয়ে তারা কিছু জানে না। খোঁজ নিচ্ছেন।

তবে, এই মাদ্রাসার প্রিন্সিপাল ও শিক্ষা সচিব দাবি করেছেন, মাদ্রাসার বার্ষিক আঞ্জুমানের (প্রতিযোগিতা অনুষ্ঠান) সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের লড়াই সংগ্রামের বিষয়টি অভিনয় করিয়ে দেখিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যশোর শহরতলীর রাজারহাট বিহারি কলোনি এলাকায় ২০১২ সালে যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয়। কওমি মাদ্রাসা হিসেবে এখানে প্রায় ৫০০ শিক্ষার্থী পড়াশোনা করেন। এখানে মূলত হাফেজ, মাওলানা ও মুফতি ডিগ্রি দেওয়া হয়।

এই মাদ্রাসার শিক্ষা সচিব মাকফুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, এই মাদ্রাসায় প্রতিবছর শিক্ষার্থীদের নিয়ে বার্ষিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে যারা উপস্থিত বক্তৃতা, হামদ, নাত, গজল ও অভিনয়ে ভালো করে তাদের পুরস্কৃত করা হয়। গত ১৭ ডিসেম্বর এই মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ছাত্ররা ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের পক্ষে অভিনয় করে দেখায়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের হাতে থাকা অস্ত্রগুলো কাঠ, শোলা ইত্যাদি দিয়ে তৈরি।

জানতে চাইলে মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি লুৎফুর রহমান ফারুকী বলেন, ১৬ ডিসেম্বর এই মাদ্রাসা প্রাঙ্গণে আজীবন সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই মঞ্চেই বার্ষিক আঞ্জুমানের আয়োজন করা হয়। আঞ্জুমানে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ হয়। এতে যারা ভালো করে তাদের পুরস্কৃত করা হয়। বিষয়টি কোনও খারাপ উদ্দেশে নিয়ে করা হয়নি।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ভিডিও দেখছি। মাদ্রাসার ছাত্রদের একটি প্রতিযোগিতার অংশ। তারা ডামি অস্ত্র ব্যবহার করে অভিনয় করেছে।

Post'- collected

প্রতিটা মানুষের জীবনই কঠিন বাস্তবতায় ভরা। তাই সকলের সাথে তাল মিলিয়ে জলের স্রোতে চলা উচিৎ না।

যে মানুষ ভূল করে না বস্তুবে সে কিছুই করে না। কারণ যে বাস্তবে কিছু করে সে ভুলের সম্মুখীন হবেই, সেটা হোক কম বা বেশি।

আপনি বাস্তবতার সাথে মানিয়ে নিতে শিখুন, নয়তো বাস্তবতা আপনার সাথে মিশে যাবে যা আপনার কষ্টের কারন হতে পারে।

পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব বিষয় হলোঃ- মানুষ যখন সাফল্যের দুয়ারে এসে পৌঁছায় তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়।

নারী, টাকা এবং মদ এখন যাদের কাছে যতটা আনন্দের, পরবর্তী সময়ে তাদের কাছে তা ততটা বেদনার।