হযরত আলী ( রাঃ) বলেন আমি জান্নাতের চেয়ে নামাজকে বেশি ভালোবাসি । কারণ জান্নাতের সুখ আমার নিজের জন্য আর নামাজ হলো আমার মহান রাব্বুল আলামীনের সন্তুষ্টি জন্য।

রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের উপর সর্বপ্রথম নামাজ ফরজ করেছেন এবং কেয়ামতের দিন সবার আগে নামাজের হিসাব নেয়া হবে।

আল্লাহ তায়ালা বলেনঃ নিশ্চয় আমিই আল্লাহ্‌ আমি ব্যতীত কোন সত্য ইলাহ নেই । অতএব তোমরা আমার এবাদত করো এবং আমার স্মরণার্থে সালাত কায়েম কর ।

আল্লাহ তায়ালা বলেনঃ হে বিশ্বাসী বান্দারা তোমাদের পাপ হতে পারে, ভুল হতে পারে, অন্যায় হতে পারে। তোমরা ওই অন্যয়ের উপর অটল থেকোনা তোমরা ফিরে আসো, তওবা করো, ক্ষমা চাও ও সালাত আদায় করো। নিশ্চয় আল্লাহ অতি ক্ষামাশীল পরম দয়ালু।

সুরা আল বাকারাহ ১৫৩ নং আয়াতে আল্লাহ তায়ালা বলেনঃ হে মুমিনগণ, ধৈর্য ধরো এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।

মহানবী (সঃ) বলেন কোনো ব্যক্তি সালাত আদায়ের জন্য আগে থেকে অপেক্ষা করলে অপেক্ষমান সময়ের জন্য তার আমলনামায় সলাত আদায়ের সমপরিমান সওয়াব লেখা হয়।

ইরানি মুদ্রার ইতিহাসে রেকর্ড দরপতন। 💵

image

"আপনার কাজের গতি এবং স্টাইল দুইই বাড়িয়ে দিন GearUP WM30 Transparent Crystal 2.4G + Bluetooth Magnetic Wireless Mouse এর সাথে! ✨

অত্যাধুনিক ডিজাইন, মসৃণ পারফরম্যান্স এবং ২টি কানেক্টিভিটি অপশন (2.4G + Bluetooth) — সব কিছুই একসাথে! 🖱️

আরও ভালো খবর! ৬ মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আপনার হাতের নাগালে।

এখনই অর্ডার করুন এবং আপনার কাজের অভিজ্ঞতা আরও সহজ ও সুন্দর করুন! 💻

#gearupmouse #wirelessmouse #crystalcleardesign #bluetoothmouse #fastandsmooth #6monthswarranty #techsavvy #worksmart"

image

“পড়ার জন্য আলাদা আলো খুঁজছেন? 📚 Baseus Mini Clip Lamp-এর তিন লেভেল ব্রাইটনেস ও পোর্টেবল ডিজাইন আপনাকে দিবে পারফেক্ট আলো। আজই সংগ্রহ করুন!”

#readingincomfort #baseusbangladesh

image

Assalamualaikum