ব্যক্তি ও অবস্থা ভেদে চিকিৎসার হুকুম ভিন্ন হয়। ওয়াজিব -যখন চিকিৎসা না করলে জীবন চলে যাওয়ার ও অঙ্গহানী হওয়ার আশঙ্কা থাকে। মুস্তাহাব - যখন রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে৷ মুবাহ- উপরোক্ত অবস্থা না হলে। মাকরূহ - চিকিৎসা করলে রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
চিকিৎসা গ্রহণ করা বৈধ- কেননা কুরআন, ক্বওলী হাদিস ও আমলী হাদিস তার প্রমাণ বহন করে। তাছাড়া এতে জীবন সংরক্ষণ হয়, যা ইসলামী শরিয়তের ব্যাপক উদ্দেশ্যবলীর একটি।
নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন- আল্লাহ তায়ালা রোগ ও ঔষধ অবতীর্ণ করেছেন। প্রত্যেক রোগের চিকিৎসাও তিনি সৃষ্টি করেছেন৷ সুতরাং তোমরা চিকিৎসা গ্রহণ করো।
Mokhles Madani
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Md Abdul Basir
Delete Comment
Are you sure that you want to delete this comment ?