আদব-
খাবার শেষে দাঁত খিলাল করা, খাবারের আদব।

সুন্নাত-
খাবার শেষে হাত ধোয়ার পর সেই আর্দ্র হাত দ্বারা চেহারা মাসাহ করা সুন্নত।

খাবার শেষে প্লেট চেটে খাওয়া সুন্নত।
হাদিসে এসেছে, যে ব্যক্তি প্লেট চেটে খাবে। সেই প্লেট তার জন্য মাগফিরাতের দুআ করবে।

খাবার শেষে আঙুলগুলো চেটে খাওয়া সুন্নত।

কিছুটা খুদা অবশিষ্ট রেখে খাবার শেষ করা। উদর পুর্তি করে খাওয়া সুন্নত নয়।

হাদিসে এসেছে,
যে ব্যক্তি পতিত লোকমা তুলে খাবে। সে সুখময় জীবন কাটাবে। তার সন্তান সন্ততি স্বল্প জ্ঞান থেকে মুক্ত থাকবে।

সুন্নাত -
খাবারের মাঝে লোকমা পড়ে গেলে সেটা উঠিয়ে পরিস্কার করে খাওয়া সুন্নত।

আদব-
খাবারের মাঝে এমন কথাবার্তা না বলা যার দ্বারা মানুষের মনে ঘৃণার সৃষ্টি হয়। যেমন, ডায়রিয়া, বমি ইত্যাদি।

খাবার বা তরকারি মাঝখান থেকে না খাওয়া। কেননা মাঝখানে বরকত নাজিল হয়।

আদব-
খাবারের মধ্যে কোন প্রকার দোষত্রুটি বের না করা।