Discover postsExplore captivating content and diverse perspectives on our Discover page. Uncover fresh ideas and engage in meaningful conversations
১ বছরের ব্যবধানে তারা দুজনেই চলে গেলেন ?
আবু দিয়া নাবহান এবং তাঁর ‘রুহের রুহ’(জীবনের চেয়ে প্রিয়) নাতনি রিম, ১ বছরের ব্যবধানে দুজনই ইসরায়েলের হামলায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন।
দাদা-নাতির এই খুনসুটির দৃশ্য বহুদিন হৃদয়ে দাগ কেটে থাকবে। দাদা-নাতির এরকম হাজারো বেদনাদায়ক গল্প রচিত হচ্ছে গাজায়...
এই জীবন মূল্যহীন, এই জীবন গাজাবাসীর জন্য কিছুই করতে পারে নি।
এক বাবার দুই ছেলে! তারা দুই ভাই জমি ও স্বার্থগত বিরোধের কারণে আলাদা হয়ে যায়! বড় ভাইয়ের অনেক শক্তি ও দাপট রয়েছে! ছোট ভাইকে প্রতিবেশী প্রায়ই হুমকি ধমকি দিয়ে থাকে, তখন বড় ভাই যদি খেয়াল করে যে তার ছোট ভাইকে হুমকি ধমকি দিচ্ছে, তখন তা দেখে চুপ থাকতে তার গায়রতে লাগে, বড় ভাই ফুঁসে উঠে এবং বলে যে আমার যত শক্তি আর ক্ষমতা! সব দিয়ে ছোট ভাইকে প্রোটেকশন দেয়া হবে।
>> পাকি*স্তান বড় ভাই আর বাংলাদেশ ছোট ভাই। ঈমানের টানে, অস্তিত্ব রক্ষায় আমাদের ভ্রাতৃত্বে কোন ভাঁটা পরবেনা ইনশাআল্লাহ।
জাতীয়তাবাদ আলাদা করলেও তাওহীদ আমাদের কে একত্র করবে ইনশাআল্লাহ।
প্রয়োজনে পাকি*স্তানের পর*মানু বো/মা বাংলাদেশ কে সেইভ করা জন্য ব্যবহার করতে প্রস্তুত বলে অনেক পাকি*স্তানি আওয়াজ উঠাচ্ছেন।
اِنَّمَا الْمُؤْمِنُوْنَ اِخْوَةٌ فَاَصْلِحُوْا بَیْنَ اَخَوَیْكُمْ
Text & Video Source: Channel IR in Facebook