একদিন হয়তো আমরা ভুলে যাবো। 🥲

image

বাবার দেয়ার সন্তানকে শিক্ষা
সন্তানের সবচেয়ে বড় শিক্ষক হচ্ছেন বাবা মা। মা- বাবা হতেই প্রথম শিক্ষা গ্রহন করে সন্তান। তাই সন্তান কে আদব ও আখলাক শিখাতে একটু সময় দিন।
বাবা ও মেয়ের মধ্যে কি সুন্দর কথোপকথন ❤️❤️❤️❤️

Text & Video Source: Little Heaven Bd in Facebook

Suzuki আমাদের যোদ্ধাদের বাইক

image

নৌবাহিনীর যুদ্ধ জাহাজ

image

জোকার ময়ুখ রঞ্জন
এই লোকটাকে দেখলে হাসি থামিয়ে রাখতে পারবেন না। 😄

আল্লাহর কৃতজ্ঞ আদায়
আল্লাহর কৃতজ্ঞ কিভাবে হতে হয়, প্র্যাকটিক্যাল দেখুন।
🎙️আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ (হাফিজাহুল্লাহ)

প্রথম মহাকাশযান অভিযানের সফল দুই বক্তি💜

image

বাংলাদেশের পেটের মধ্যে ত্রিপুরা।
দাদারা সাবধান!
বাংলাদেশের পেটের মধ্যে ত্রিপুরার অবস্থান।

সোর্স: MBA Times এর ফেসবুক থেকে।

DEINIX ইউজ করা খুবই সোজা।
পাশাপাশি DEINIX এর প্রো ইউজার হবেন কবে? প্রো ইউজারদের জন্য অনেক ফিচার আছে। ✅

এ সাইট থেকে আপনি ইজিলি আর্নিং করতে পারবেন। তবে বাংলাদেশের বাইরে কোনো ব্যাংকে পেমেন্ট উইথ্রো করতে পারবেন না। সেই সিস্টেম চালু করিনি। ❎

পোস্ট, রিয়েক্ট, কমেন্ট, ব্লগ ইত্যাদির জন্য পয়েন্ট পাবেন।
10 পয়েন্টে 1 টাকা ধার্য করা হয়েছে।
যারা প্রো ইউজার হবেন, তারা আরো আর্নিং করতে পারবেন ইনশাআল্লাহ্। ✅

আপনার রেফারে কেউ DEINIX এ জয়েন হয়ে কোনো প্রো প্যাকেজ কিনলেই আপনি 100 টাকা কমিশন পাবেন। ✅

ভেরিফিকেশন এর মাধ্যমে ব্লু ভেরিফিকেশন ব্যাজ খুব ইজিলি পেয়ে যাবেন ইনশাআল্লাহ্। ☑️

image

রিপাবলিক বাংলার ময়ুখের চট্টগ্রাম দখলের কথা তুলে হাসাহাসি করতেছিলাম।
ঠিক তখন বিসিএস প্রিপারেশান নেওয়া বন্ধু ভয়ঙ্কর একটা তথ্য দিলো। চট্টগ্রাম দখলের ব্যাপারটা ভারতের ইউপিএসসি পরীক্ষাতেও আসে। এইটা নাকি ওদের ক্লাসে পড়ানো হয়।

ভারতের সমস্যার সমাধান হিসেবে ভারতের সিভিল সার্ভিসের লোকজন নাকি পরীক্ষার খাতাতে লেখে, চট্টগ্রাম দখল করতে হবে। রংপুর দখল করে ভারতের সমস্যা সমাধান করতে হবে।
ইভেন ওদের কোচিং এর মডেল টেস্টে প্রশ্ন আসে, বাংলাদেশকে কীভাবে কন্ট্রোল করা যায়? উত্তর শেখায়, সংখ্যালঘুদের ইউজ করতে হবে। সীমান্তে অস্থিরতা তৈরি করতে হবে।

এইগুলা অফিশিয়ালি ভারত তাদের কর্মচারীদের শেখায়। মানে ধরেন যে ভারতের পুলিশ হচ্ছে, ম্যাজিস্ট্রেট হচ্ছে, কূটনৈতিক হচ্ছে, সবাই পরীক্ষা আর ভাইবাতে বলতেছে চট্টগ্রাম দখল করতে হবে। বাংলাদেশ অস্থির করতে হবে।

আর আমাদের ছোটবেলা থেকে পড়ানো হয়, ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু।
আমি রিপাবলিক বাংলার নিউজের নিচে ভারতীয়দের কমেন্ট পড়ি। ওখানে বাংলাদেশের লোকজন হাসাহাসি করলেও ভারতের কাউকেই আমি হাসতে দেখিনি। বরং ওরা সিরিয়াসলিই চট্টগ্রাম দখলের আলাপ করে।

আপনার কি মনে হয় ভারতের সব মানুষ স্টুপিড? এতো লেইম জিনিস দেখে ওরা সিরিয়াসলি নেয় কেন, প্রশ্নটা করতে মন চায়নি? কারণ, ওদের এসব অত্যন্ত সিরিয়াসলি পড়ানো হয়।

এই আলাপগুলো আমাদেরও আসলে সিরিয়াসলি করা উচিত।
ভারত তার কর্মচারীদের শেখাচ্ছে, বাংলাদেশ আনস্টেবল করো। সংখ্যালঘু কার্ড খেলো। আর বাংলাদেশ শেখাচ্ছে, সবাই আমাদের বন্ধু।কেউ কারো শত্রু না। সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা না।

এই যে ভারতের আমলা আর আফিশিয়ালরা এখন সিরিয়াসলি বাংলাদেশে সামরিক অভিযান নিয়ে আলোচনা করছে, কথা বলছে, রিসার্চ করছে, এগুলো একদিনে আসেনি। ওদের এভাবেই তৈরি করা হয়েছে। বাট আমরা কি নিজেদের ঐভাবে তৈরি করেছি?

- সাদিকুর রহমান খান

image