কলিফর্ম ব্যাকট্যারিয়া সাধারণত মানুষ এবং অন্যান্য প্রাণীর মলমূত্রে পাওয়া যায়। কলিফর্মযুক্ত পানি বা খাদ্য গ্রহণ করলে ডায়রিয়া, টাইফয়েড, হেপাটাইটিস, কলেরা এবং অন্যান্য পানিবাহিত রোগের ঝুঁকি থাকে।

image

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে প্রচণ্ড সংঘর্ষে সন্ত্রাসী দখলদার ইসরায়েলের চার সেনা নিহত এবং ছয় জন আহত হয়েছে। গতকাল (শনিবার) উত্তর গাজার বেইত হানুন এলাকায় এসব সেনা হতাহত হয়।

image

নিয়ন্ত্রণে আসেনি লস অ‍্যাঞ্জেলেসের দাবানল, বাড়িঘর ছেড়েছে লক্ষাধিক মানুষ

পাঁচ দিনেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস অ‍্যাঞ্জেলেসের আগুন। কিছু কিছু স্থানের দাবানল নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এখনো আগুন জ্বলছে ছয় স্থানে। আগুন নিয়ন্ত্রণে বৃষ্টির অভাব আর ঝড়ো বাতাসই মূল বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

আগুন আতঙ্কে দিন কাটছে লস অ‍্যাঞ্জেলেসের বাসিন্দাদের। এ আতঙ্ক আরও বাড়িয়ে দিচ্ছে মোবাইলে আসা বাধ্যতামূলক নিরাপদ স্থানে সরে যেতে প্রস্তুত থাকার সতর্কবার্তা। গেলো পাঁচ দিনেও আগুন নিয়ন্ত্রণের তেমন কোন ভালো খবর মেলেনি। উল্টো নতুন করে আবারও ঝড়ো বাতাসের পূর্বাভাস শঙ্কায় ফেলেছে সবাইকে।

স্থানীয় সময় শনিবার (১১ জানুয়ারি) থেকে দিক পরিবর্তন করে আরও পূর্ব থেকে উত্তর–পূর্ব দিকে ধাবিত হচ্ছে দাবানল। এ কারণে ছয় এলাকায় জ্বলতে থাকা আগুন ছড়িয়ে পড়তে পারে নতুন এলাকায়। দাবানলে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। আগুনে পুড়ে গেছে ১০ হাজারেরও বেশি অবকাঠামো।

image

থাই গ্লাসে দিন-রাতের মারপ্যাঁচ :

এখন বাসার জানালা বা দরজায় সাধারণ কাচের বদলে থাই গ্লাস লাগানো হয়। এসব গ্লাসের একটি বিশেষত্ব হলো, দিনের বেলা সূর্যের আলোয় রিফলেকশনের কারণে বাইরে থেকে ভেতরের দৃশ্য দেখা যায় না। তবে রাতের বেলা বাইরে থেকে স্বচ্ছভাবেই ভেতরের দৃশ্য দেখা যায়। থাই গ্লাসের এই মারপ্যাঁচ অনেকেই বুঝতে পারেন না। ফলে তারা সন্ধ্যার পর জানালার গ্লাস টেনে দিয়েই ক্ষান্ত হয়ে যান। এদিকে বাইরে থেকে যে ভেতরের সবকিছুই স্পষ্ট দেখা যাচ্ছে, এটা তারা বুঝতে পারেন না। তাই থাই গ্লাস টেনে দিলেও তার ওপর পর্দা দিয়ে রাখতে হবে। যাতে রাতের বেলা বাইরে থেকে কিছুই দেখা না যায়। আবার অনেক সময় জানালার কাচে ঘরের দৃশ্য ফুটে ওঠে, যা অন্য বাসা থেকেও সুস্পষ্ট বোঝা যায়। এ জন্য উচিত হলো, জানালা খোলা থাকলেও পাতলা নেট জাতীয় পর্দা ঝুলিয়ে দেয়া, যাতে ঘরের দৃশ্য জানালায় ফুটে না ওঠে।
.
বই : পর্দা গাইডলাইন
লেখক : তানজীল আরেফীন আদনান
উমেদ প্রকাশ থেকে প্রকাশিত
[পৃষ্ঠা নং - ৭৭ থেকে]

image

হাইয়াত তাহরীর আশ শাম এর "আমর বিল-মারুফ ওয়া নাহি আনিল-মুনকার" বিভাগের মহিলা সদস্যদের দামেস্কের পার্ক এবং অন্যান্য পাবলিক এলাকায় মুসলিম মহিলাদের হিজাব-নিকাব পরার দাওয়াহ দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে কিছু বোন অন্য বোনদের দাওয়াহ দিচ্ছেন।

.
শরীয়াহ সুন্দর, শরীয়াহ চমৎকার!

image
Md Johirul Islam changed his profile picture
1 w

image

নির্মমতা
যাত্রাবাড়ীতে অন্ধের মতো গুলি চালায় পুলিশ, মুহূর্তেই জমে লাশের স্তূপ! 🥲 (02-08-2024)

পাকিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণ, ১২ শ্রমিক আটকা

পাকিস্তানের বেলুচিস্তানের সানজদি এলাকায় মিথেন গ্যাসের বিস্ফোরণে একটি কয়লা খনি ধসে পড়েছে। এতে ১২ জন শ্রমিক আটকা পড়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

খনি থেকে শ্রমিকদের জীবিত উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। বেলুচিস্তানের প্রধান খনি কর্মকর্তা আবদুল গনি বালুচ জানিয়েছেন, সব প্রচেষ্টা শ্রমিকদের উদ্ধারের কাজে নিয়োজিত করা হয়েছে।

বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহীদ রিন্দ জানিয়েছেন, ঘটনাস্থলে উদ্ধারকারী দল উপস্থিত রয়েছে এবং আরও দল পাঠানো হয়েছে.

image

আসামিকে ধরার অভিযান নন বাংলাদেশী পুলিশদের।

এটা তাদের কাছে ব্ল্যাক ডায়মন্ড। উপার্জন করার জন্য কত কষ্ট করে যাচ্ছে তারা। আর আমরা কি করছি!

একজন পিতা তার সন্তানের জন্য বটগাছ। মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে পরিবারের মুখে হাঁসি ফুটিয়ে থাকেন।