Discover postsExplore captivating content and diverse perspectives on our Discover page. Uncover fresh ideas and engage in meaningful conversations
বিগত ফ্যাসিস্ট সরকারের সময় আওয়ামী লীগ ও প্রশাসন এক হয়ে গিয়েছিল। প্রশাসনের অতি উৎসাহী ও লোভী কিছু কর্মকর্তা এর জন্য দায়ী। পুরো দেশটাকে বৃহত্তর কারাগার বানিয়ে রেখেছিল। গুম , খুন, নির্যাতন, হামলা ও মামলার মাধ্যমে পুরো দেশটাকে আওয়ামী লীগের গোলাম বানিয়ে রেখেছিল। হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আল্লাহ তায়ালা আমাদের এই জুলুম থেকে উদ্ধার করেছেন। আমরা চাই না অদূর ভবিষ্যতে আর কোনো ভাই এইভাবে জুলুমের শিকার হোক।
তবে অত্যন্ত পরিতাপের বিষয় হলো ৫ই আগস্টের পর শুধুমাত্র রাজনৈতিক কারণে নয় বরং ব্যক্তিগত রেষারেষি, ক্রোধ, হিংসা, প্রতিহিংসার বশবর্তী হয়ে আওয়ামী লীগ দুষ্টু নেতাদের সাথে একই মামলায় অনেক নিরাপরাধ ভাইদের মামলার আসামি করা হয়েছে। আমরা এই ধরণের অপকর্মের তীব্র নিন্দা জানাই। সাথে সাথে রাজনৈতিক দল ও প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাই যারা অপরাধের সাথে কোনভাবেই জড়িত নয় এমনসব ব্যক্তিদের যেন কোনভাবেই হেনস্থা করা না হয়। বর্তমানে এসব নিরীহ লোক গুলো জামিনের জন্য কোর্টের দরজায় দরজায় ঘুরছেন।
আফগা*নিস্তান কি আসলেই ফিলিস্তি*নের পক্ষে?
(১) ২০২৪ সালের অক্টোবর মাসে 'ট্রাকএকিউ' নামক ইংল্যান্ড ভিত্তিক সংস্থাটির রিপোর্টে বলা হয়েছে,
"হামা*স ও তালে*বানের গোয়েন্দা সংস্থা জেডিআই(GDI) ৭ অক্টোবর ২০২৩ সালের হাম*লার ছক কষে।"
(১) "হামা*স'কে তালে*বান অ*স্ত্র দিয়েছে, অ*স্ত্র কারবারির পেছনে তালে*বানের কেন্দ্রীয় নেতারা আছে।"-----জাতিসংঘ ও ইজ*রায়েলের বিবৃতি।
(২) এই তথ্য জাতিসংঘ ও ইজ*রায়েল ৭ অক্টোবর হামা*স আক্রমণের ৩ মাস আগেই প্রকাশ করা হয়।
(৩) হামা*স যু*দ্ধের আগে ও পরে বার বার বলেছে তারা তা*লেবান'কে অনুসরণ করতেছে।
(৪) ইরা*নের এমপি স্বীকার করেছেন তা*লেবান, হামা*সকে ফি*দা*য়ী হাম*লার প্রশিক্ষণ দিচ্ছে।(২০২৪)
(৫) জাতিসংঘ, সিআইও ও ইংল্যান্ড ভিত্তিক কয়েকটি সংস্থার ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের রিপোর্ট অনুযায়ী আ*ফগানি*স্তানে ২৭টি ক্যাম্পে আল-কা*য়দার বিভিন্ন শাখার ও হা*মা*সের যো*দ্ধাদের প্রশিক্ষণ দিচ্ছে তালে*বান।
(৬) আফ*গানিস্তানের সাথে ফিলি*স্তিনের সীমান্ত নাই, তাই আফগা*নিস্তানের সে*নারা ফিলি*স্তিনে যেতে পারতেছেন না।
আফ*গানিস্তানের কোন সমুদ্র বন্দরও নাই, যারা ফলে সমুদ্র দিয়েও আফ*গানিস্তানের সে*নারা ফিলি*স্তিন যেতে পারবেন না।
মুহাম্মদ(সা.) এর একাধিক হাদিসের ভবিষ্যৎ বাণী অনুযায়ী খোরা*সান(বেশিরভাগ এলাকা আ*ফগা*নিস্তানে পড়েছে) থেকে একদল বের হয়ে জেরু*জালেম জয় করবে।
তাছাড়া গাজ*ওয়া*তুল হিন্দের(ভারতীয় উপমহাদেশের যু*দ্ধ) যু*দ্ধেও তাদের পাওয়া যাবে।
আফগানিস্তানের রাজনীতি সবার থেকে আলাদা।
তাদের কার্যক্রমের উপর নজর রাখেন।
কিছু কথা-: সমগ্র মুসলমানদের উপর ফ*র*জ জ*ঙ্গি ইজ*রা*য়েলের বিরু*দ্ধে জি*হা*দ করা। অথচ সেখানে নামধারী মুসলমান হামা*সের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে।