জিহাদ ফী সাবিলিল্লাহ্
সবকিছু করবো মহান আল্লাহর জন্য।

বাগানবাড়ির প্রেতাত্মা
বাগানবাড়ির প্রেতাত্মা || Full Episode

𝗧𝗶𝗺𝗲 𝘄𝗶𝗹𝗹 𝗰𝗼𝗺𝗲 !😊🌻𝗜𝗻 𝗦𝗵𝗮 𝗔𝗹𝗹𝗵𝗮 !🥺💜-︵🦋💚_ღ༎-সঠিক সময় হলে আল্লাহ সব কিছু দিয়ে দিবেন😊” শুধু ধৈর্য ধরতে হবে -☺︎︎🦋🌺!!-🖤🌻

image

𝗧𝗶𝗺𝗲 𝘄𝗶𝗹𝗹 𝗰𝗼𝗺𝗲 !😊🌻𝗜𝗻 𝗦𝗵𝗮 𝗔𝗹𝗹𝗵𝗮 !🥺💜-︵🦋💚_ღ༎-সঠিক সময় হলে আল্লাহ সব কিছু দিয়ে দিবেন😊” শুধু ধৈর্য ধরতে হবে -☺︎︎🦋🌺!!-🖤🌻

image
image

ডিনিক্স প্রো *
প্রো বৈশিষ্ট্যগুলি আপনাকে আপনার প্রোফাইলের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ দেয়।

ڈینکس پی آر او
پرو خصوصیات آپ کو اپنے پروفائل پر مکمل کنٹرول فراہم کرتی ہیں۔

image

ভারতে গরু জবাইয়ের অভিযোগে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা!

ভারতের উত্তর প্রদেশের মোরাদাবাদে গরু জবাইয়ের অভিযোগে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম শাহিদ দিন (২৯)। সোমবার মধ্যরাতের পর তিনি মারা যান। এই ঘটনার পর মুসলিমপ্রধান এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।

মোরাদাবাদের অতিরিক্ত পুলিশ সুপার (সিটি) কুমার রান বিজয় সিং জানান, নিহত শাহিদ দিনের মরদেহ রাতেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা তাঁর দাফনের কাজ সম্পন্ন করেন।

স্থানীয়দের অভিযোগ, শাহিদ দিন এবং তাঁর তিন সঙ্গী মান্ডি সমিতি চৌকির কাছে একটি বাছুর গরু নিয়ে গরুটিকে জবাইয়ের চেষ্টা করছিলেন। পরে স্থানীয় উগ্র হিন্দুত্ববাদীরা তাঁদের আটকের চেষ্টা করলে শাহিদ দিন ছাড়া অন্য তিনজন পালিয়ে যান এবং উত্তেজিত হিন্দুত্ববাদীরা শাহিদ দিনকে ধরে ফেলে।

অভিযোগ রয়েছে, হিন্দুত্ববাদীরা তাঁকে ঘিরে লাঠি ও রড দিয়ে নির্মমভাবে মারধর করে এবং গালাগালও করা হয়।

image

সিরিয়ার নতুন অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রপ্রধান হলেন আহমাদ আল শারা (জাওলানী)।

image

??
Rohingyas are brutally killed by Buddhist armed groups in Myanmar.


রোহিঙ্গাদের নির্মমভাবে হত্যা করছে মায়ানমারের বৌদ্ধ সশস্ত্র দলগুলো।

ফিলিস্তিনি যুবককে আটক করে ইসরায়েলের কাছে দিয়ে দিয়েছে মরক্কো।

ইসরায়েল কর্তৃক জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ২০২৩ সালে রাবাতে একজন ফিলিস্তিনি যুবককে গ্রেপ্তারের পর মরক্কোর কর্তৃপক্ষ ইসরায়েলের কাছে ঐ যুবককে হস্তান্তর করেছে।

ইসরায়েলী বাহিনী "X" সাইটে তাদের অফিসিয়াল অ্যাকাউন্টের মাধ্যমে বলেছে যে: মরোক্কোর কর্তৃপক্ষ নাসিম খালিবাতকে হস্তান্তর করেছে। ২০২১সালে নাজারেথ শহরে ইসরায়েলের একটি দফতরের কাছে একটি বিস্ফোরক ডিভাইস রাখার সন্দেহে তার জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ইসরায়েল।


মরক্কো হলো ঐসকল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর একটি যারা ইসরায়েলের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে।

image

ভারতের সেনাবাহিনীর ব্রিগেডিয়ার "অমিতাভ ঝা" জাতিসংঘের মিশনে সিরিয়ার গোলান হাইটসে দায়িত্বরত অবস্থায় ইসরায়েলের হামলার ফলে নিহত হয়েছে।

image