Entdecken BeiträgeEntdecken Sie fesselnde Inhalte und vielfältige Perspektiven auf unserer Discover-Seite. Entdecken Sie neue Ideen und führen Sie bedeutungsvolle Gespräche
ঘুমের ট্যাবলেট খায়া , নেশাগ্রস্হ হইয়া হাসপাতালে ভর্তি, চিকিৎসক যত্ন করলো , সেবা দিলো , অত:পর চিকিৎসককেই লাঞ্ছনার চেষ্টা , স্হানীয় আম্লীগ যুবলীগ নিয়া হাঙ্গামা তৈরির চেষ্টা ।
অত:পর , সকল চিকিৎসক মিলিত হয়ে আপ্যায়ন।
ভুইলা যাইয়েন না , ক্যাম্পাসটা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। বহুত ত্যাড়া ক্যাম্পাস !
চিকিৎসকের গায়ে হাত তুলবেন , হালকা আপ্যায়ন পাবেন না , তা তো হবে না !
সাহস বেশি বাড়লে এরকম হালকা আপ্যায়ন খেতে হয় , স্যরি টু সে।
-ডা.আসিফ সৈকত
©Collected
কি হয়েছিলো টিএসসিতে হাসিনার ছবি মুছে ফেলা নিয়ে?? কে আদেশ দিয়েছিলো?? চলুন সত্য ঘটনা জেনে আসি! যে অভিযোগ পাওয়া গেছে ঘটনার বিষয়ে:
"গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলার নির্দেশদাতা ডিএমটিসিএল লাইন-০৬ এর প্রজেক্ট ম্যানেজার। কন্ট্রাকটর কোম্পানি আইটিডি এই কাজ করতে অপারগতা প্রকাশ করলে ডিএমটিসিল অথোরিটি বাধ্য করে শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলার জন্য। তারই প্রেক্ষিতে গতকাল রাতে কয়েকজন ওয়ার্কার শেখ হাসিনার ছবি মুছতে গেলে রাতে স্টুডেন্টরা বাধা দেয়।"
ডিএমটিসিএল কেনো এই কাজ করতে চেয়েছে সেটা তাদের ব্যাখ্যা করা উচিত, উচিত না শুধু তাদের ব্যাখ্যা করতে হবে।
তথ্যসূত্র: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী যিনি বর্তমানে ঢাকা মেট্রোরেল প্রকল্পে এ একজন ইন্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন।
আমরা একটা ছবি সংযুক্ত করে দিচ্ছি যেটা ডিএমটিসিএল এর ফার্মগেট ইন্দিরা পার্কের ভিতরে প্রজেক্ট অফিসে পিএম এর মিটিং রুম সেখানে এখনো কার ছবি টানানো রয়েছে। বাকিটা বুঝে নিন।
©Collected