তাওমীলীগ

সাধারণ মানুষ যদি তারপরও দেশীয় সাদপন্থীদের না চিনে তাহলে কিছু করার নেই।

image

পাকিস্তান আফগানিস্তানে হামলা চালিয়ে বলেছে, নিজেদের নিরাপত্তার স্বার্থে আমরা মূলত টিটিপির জঙ্গীদের উপর হামলা চালিয়েছি, আফগানিস্তানের সাথে আমাদের কোনও বিরোধ নেই।

তালেবানও পাকিস্তানের সেনাবাহিনীর উপর হামলা চালিয়ে বলেছে, নিজেদের নিরাপত্তার স্বার্থে আমরা মূলত পাকিস্তানে ঘাপটি মেরে থাকা আইএসের উপর হামলা চালিয়েছি, পাকিস্তানের সাথে আমরা যুদ্ধে জড়াতে চাই না।

একেই বলে কূটনীতি।

বিজয় সাহসীদের জন্য।

image

ইসলামি ভূখণ্ডের সীমান্ত পাহারা দেয়া অত্যন্ত সাওয়াবের কাজ। একাধিক হাদিসে এর ফজিলত উল্লেখ হয়েছে।

image

বন্ধু এখন শত্রু হয়েছে।

image

image

অপরাধীর কাছে অপরাধের প্রমাণ সংগ্রহে সহযোগিতা চাওয়া হচ্ছে। ব্যাপারটা দারুণ না?

এভাবেই চলছে দেশ।

image

একই জিনিস। রূপ ভিন্ন।

image

বিএনপিতে স্বাগতম

image

image