Entdecken BeiträgeEntdecken Sie fesselnde Inhalte und vielfältige Perspektiven auf unserer Discover-Seite. Entdecken Sie neue Ideen und führen Sie bedeutungsvolle Gespräche
⚡সিরিয়ার নতুন প্রশাসন শিক্ষা কারিকুলামে কিছু পরিবর্তন করেছে ;
▪️ "উসমানী দখল" এর পরিবর্তে "উসমানী শাসন" ব্যবহার করা হবে।
▪️ "মাতৃভূমির জন্য শহীদ" এর পরিবর্তে "আল্লাহর জন্য শহীদ" বাক্যাংশটি ব্যবহার করা হবে।
▪️ "আসসালামু আলাইকুম" শব্দগুচ্ছটি শ্রেণীকক্ষে অভিবাদন হিসেবে ব্যবহার করা হবে।
▪️অনেক অভিব্যক্তি যেমন লটারি, বার্ষিক সুদ, দেবতা, দেবী, আরামিক দেবতা, মাতৃদেবী, ফোয়ারা দেবী মুছে ফেলা হয়েছে।
পুরান ঢাকার নিউ রাজধানি, রাজধানি ও রাজ হোটেল গরু রাখে না। কিছু ভাই এ রেস্টুরেন্টগুলোতে গিয়ে গরু না রাখার কারণ জানতে চেয়েছিলেন। হোটেল কতৃপক্ষ জানিয়েছে, হিন্দু কাস্টমাররা পছন্দ করেন না বলে তারা গরু রাখেন না।
এখন, এই রেস্টুরেন্টে মুরগী বা খাসি খাওয়া মুসলমানদের জন্য জায়েজ হবে কিনা সেটা ভেবে দেখা দরকার। যারা হিন্দু কাস্টমারদের কারনে গরু রাখে না, তারা আল্লাহ নামে জবাই করা মুরগী বা খাসি কি হিন্দুদের খাওয়াবে বলে মনে হয়? আর আল্লাহর নামে জবাই না করলে আপনার জন্য সে গোস্ত খাওয়া জায়েজ হবে না।
সাবধানতা অবলম্বন জরুরি।
সংগৃহীত
জিহাদ ফী সাবিলিল্লাহ্
Md Jakariya
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?
Zihad Hossen
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?