কবি বলেন,
‘❝গাফেল তুঝে ঘড়িয়াঁ দেতা হ্যায় মুনাদী, গরদুঁ নে ঘড়ী উমর কী এক আওর ঘটা দী।’❞


ওহে উদাসীন! ঘড়ির ঘণ্টা তোমাকে দিচ্ছে এই বার্তা যে, সময়ের ঘূর্ণন তোমার জীবন থেকে আরো এক ঘণ্টা বিয়োগ করল।



বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রা. বলেছেন, ‘যখন সকাল হয়, সন্ধ্যার অপেক্ষা করো না। (সন্ধ্যার আগেই পাকসাফ হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও।) আর যখন সন্ধ্যা হয় সকালের অপেক্ষা করো না। (সকাল হওয়ার আগেই পাকসাফ হও, প্রস্তুত হও।) তুমি তো জান না, আগামীকাল তোমার নাম কী হবে? (তোমার নাম কি জীবিতদের তালিকায় থাকবে, না মৃতদের তালিকায়?)’সুতরাং সময় থাকতেই প্রস্তুত হও। আল্লাহর নিকট সমর্পিত হও। ভেবো না, এখনও যৌবন! এখনও তারুণ্য!

image

লজ্জা লাগে না তোদের 😡এতো আলেম ওলামারা বলতেছে থার্টি ফার্স্ট নাইট করিস না তারপরেও তোরা করলি কিন্তু এই পাখিগুলোর জীবনটাই তোরা কেড়ে নিলি

আজকের তারিখটা সম্পর্কে যদি তারা জানতো তাহলে তারা দূরে কোথাও চলে যেতো,🥲

এই হত্যার জবাব তোমাকে একদিন দিতে হবে।
তুমি নিজেকে কিভাবে মুসলমান দাবি কর ?।
আল্লাহ আমাদের বুঝার তাওফিক দেন।
আমিন।

image

লজ্জা লাগে না তোদের 😡এতো আলেম ওলামারা বলতেছে থার্টি ফার্স্ট নাইট করিস না তারপরেও তোরা করলি কিন্তু এই পাখিগুলোর জীবনটাই তোরা কেড়ে নিলি

আজকের তারিখটা সম্পর্কে যদি তারা জানতো তাহলে তারা দূরে কোথাও চলে যেতো,🥲

এই হত্যার জবাব তোমাকে একদিন দিতে হবে।
তুমি নিজেকে কিভাবে মুসলমান দাবি কর ?।
আল্লাহ আমাদের বুঝার তাওফিক দেন।
আমিন।

image

লজ্জা লাগে না তোদের 😡এতো আলেম ওলামারা বলতেছে থার্টি ফার্স্ট নাইট করিস না তারপরেও তোরা করলি কিন্তু এই পাখিগুলোর জীবনটাই তোরা কেড়ে নিলি

আজকের তারিখটা সম্পর্কে যদি তারা জানতো তাহলে তারা দূরে কোথাও চলে যেতো,🥲

এই হত্যার জবাব তোমাকে একদিন দিতে হবে।
তুমি নিজেকে কিভাবে মুসলমান দাবি কর ?।
আল্লাহ আমাদের বুঝার তাওফিক দেন।
আমিন।

image

লজ্জা লাগে না তোদের 😡এতো আলেম ওলামারা বলতেছে থার্টি ফার্স্ট নাইট করিস না তারপরেও তোরা করলি কিন্তু এই পাখিগুলোর জীবনটাই তোরা কেড়ে নিলি

আজকের তারিখটা সম্পর্কে যদি তারা জানতো তাহলে তারা দূরে কোথাও চলে যেতো,🥲

এই হত্যার জবাব তোমাকে একদিন দিতে হবে।
তুমি নিজেকে কিভাবে মুসলমান দাবি কর ?।
আল্লাহ আমাদের বুঝার তাওফিক দেন।
আমিন।

image

লজ্জা লাগে না তোদের 😡এতো আলেম ওলামারা বলতেছে থার্টি ফার্স্ট নাইট করিস না তারপরেও তোরা করলি কিন্তু এই পাখিগুলোর জীবনটাই তোরা কেড়ে নিলি

আজকের তারিখটা সম্পর্কে যদি তারা জানতো তাহলে তারা দূরে কোথাও চলে যেতো,🥲

এই হত্যার জবাব তোমাকে একদিন দিতে হবে।
তুমি নিজেকে কিভাবে মুসলমান দাবি কর ?।
আল্লাহ আমাদের বুঝার তাওফিক দেন।
আমিন।

image
image
image
image

কুখ্যাত বেনগফির।

আমরা চাই নেতানিয়াহু তার প্রতিপক্ষ বৃদ্ধি করুক।

image

মনে রাখবেন: ইসলাম বিজয়ী হবেই হবে। আপনাকে সহ কিংবা আপনাকে ছাড়া।কিন্তু আপনি বিজয়ী হতে পারবেন না, ইসলামকে ছাড়া।

জীবন থেকে একটা বছর চলে গেল। ভাবতেই কেমন বিষণ্নতা অনুভব হচ্ছে। এক বছর মানে হলো ১২ মাস, ৩৬৫ দিন, ৮ হাজার ৭৬০ ঘন্টা। এই বছরের অর্ধেকই গেল নানান এক্টিভিজমের ভেতর দিয়ে। বইপড়া হয়েছে খুবই কম। সামনের বছর নিয়ে প্ল্যান সাজিয়ে নিচ্ছি৷ টার্গেট ঠিক করছি। সুনির্দিষ্ট প্ল্যান ছাড়া আপনি কোনভাবেই প্রোডাক্টিভ একটা বছর কাটাতে পারবেন না। তালিকায় মাস্ট যে বিষয়গুলো রাখবেন তার মধ্যে যেন নিচের ৩টা অবশ্যই থাকে-
১. কমপক্ষে ১টা নতুন সেলফ ডেভলপমেন্ট স্কিল খুব ভালভাবে অর্জন করা।
২. কেনা বইগুলো থেকে কী কী বই পড়ে শেষ করবেন তালিকা করা।
৩. প্রতি এক মাস পরপর এই টার্গেট পূরণের অগ্রগতি সম্পর্কে খতিয়ে দেখা।

তো আগামী বছরে আপনাদের কার কী প্ল্যান?

বাগেরহাটে ‘মার্চ ফর ইউনিটি’র গাড়িবহরে হামলা, সংঘর্ষে রণক্ষেত্র

বাগেরহাটের মোল্লাহাটে খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের বহনকারী মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এতে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে মোল্লাহাট মাদ্রাসাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, খুলনা থেকে ২৫টি বাস ঢাকার উদ্দেশে যাত্রা করে। বাগেরহাটের মোল্লাহাট মাদ্রাসাঘাট এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করে। পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে।

শিক্ষার্থীদের অভিযোগ, বেলা সাড়ে ১১টার দিকে মোল্লাহাট অতিক্রম করার সময় আগে থেকে প্রস্তুত হয়ে থাকা সন্ত্রাসীরা হামলা চালায়। স্থানীয়রা তাদের সহযোগিতা করেছে। থানার সামনে ঘটনা হওয়া সত্ত্বেও পুলিশ নিরব ভূমিকায় ছিল।

বিস্তারিত পড়ুন:

image