??
আসাদ পরিবারের জুলুমের সাথী ছিল আলাভী সম্প্রদায়ের মানুষের অধিকাংশ।

সিরিয়ার মোট জনসংখ্যার মাত্র ১০/১১% হয়ে পুরো সিরিয়ান জনগণের উপর এরা আসাদের হয়ে অত্যাচার চালাতো।

এখন তাদের ধরছে নব গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের বাহিনী।

গ্রেফতার হবার আগমুহূর্তে একাই ইসরায়েলি ট্যাংকের মুখোমুখি ড. হুসাম আবু সাফিয়াহ।

image

গাজা স্বাস্থ্য দফতরের সূত্র,

ইসরায়েল উত্তর গাজায় ৪৫০ জনেরও বেশি চিকিৎসা কর্মীকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে কামাল আদওয়ান হাসপাতালের ৩৩ জন কর্মী রয়েছে যাদের সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে।

ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে ১ জন আটক

ফেনীর পরশুরামের সীমান্তে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে গিলবার্ট অ্যাপেহ নামে নাইজেরিয়ার এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পূর্ব নিজকালিকাপুর থেকে তাকে আটক করা হয়।

আটক গিলবার্টের পাসপোর্ট থেকে দেখা গেছে, গত ২২ মে নাইজেরিয়া থেকে বিমানে করে ভারতের নয়াদিল্লি এয়ারপোর্টে আসেন তিনি। পরে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছিলেন। বিজিবি জানিয়েছে, আটককালে তার কাছ থেকে বিভিন্ন প্রকার ওষুধ, ব্যবহৃত ঘড়ি, মোবাইল ফোন ও পোশাক জব্দ করা হয়।

ফেনী-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করলে বিজিবি সদস্যরা তাকে আটক করে। আটক ব্যক্তিকে ফেনীর পরশুরাম থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

সূত্র: ইউএনবি

image

✔️ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে উত্তর ও মধ্য গাজা উপত্যকায় সাম্প্রতিক লড়াইয়ে দুই ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে এবং উত্তর গাজায় আরেক সেনা গুরুতর আহত হয়েছে।

551তম ব্রিগেডের 'অমিত লেভি' কেন্দ্রীয় গাজা উপত্যকায় নিহত হয়েছেন এবং স্টাফ সার্জেন্ট। 401তম আর্মার্ড ব্রিগেডের 9ম ব্যাটালিয়নের 'যুবাল সোহাম' উত্তর গাজায় নিহত হয়েছেন।

image

✔️ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে উত্তর ও মধ্য গাজা উপত্যকায় সাম্প্রতিক লড়াইয়ে দুই ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে এবং উত্তর গাজায় আরেক সেনা গুরুতর আহত হয়েছে।

551তম ব্রিগেডের 'অমিত লেভি' কেন্দ্রীয় গাজা উপত্যকায় নিহত হয়েছেন এবং স্টাফ সার্জেন্ট। 401তম আর্মার্ড ব্রিগেডের 9ম ব্যাটালিয়নের 'যুবাল সোহাম' উত্তর গাজায় নিহত হয়েছেন।

image

✔️ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে উত্তর ও মধ্য গাজা উপত্যকায় সাম্প্রতিক লড়াইয়ে দুই ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে এবং উত্তর গাজায় আরেক সেনা গুরুতর আহত হয়েছে।

551তম ব্রিগেডের 'অমিত লেভি' কেন্দ্রীয় গাজা উপত্যকায় নিহত হয়েছেন এবং স্টাফ সার্জেন্ট। 401তম আর্মার্ড ব্রিগেডের 9ম ব্যাটালিয়নের 'যুবাল সোহাম' উত্তর গাজায় নিহত হয়েছেন।

imageimage

আবু উমামা (রা.) থেকে বর্ণিত,
রসূলুল্লাহ (সাঃ) বলেছেন,
“প্রতি ফরজ নামাজের পর যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না”৷
(সহীহুল জামে হাদিস নং:৬৪৬৪/নাসায়ি,হাদিস নং:১০০)।

আল্লাহতালা আমাদের সকলকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন “আমীন”🤲

লোহিত সাগরে বিমানবাহী রণতরী "ইউএসএস হ্যারি ট্রুম্যান"  আনসারুল্লাহ ইয়েমেনীর মিসাইল হামলা।

image

গাযযা!

প্রচন্ড শীতে তাঁবুতে থাকায় মারা যাচ্ছে একের পর এক দুধের শিশু..🥺🥺

image