image

ব্রেকিং! শাইখ ডাঃ সামি আল-ওয়াক্বদকে গ্রেপ্তার করেছে সৌদি কর্তৃপক্ষ।

প্রিজনার্স অব কনসায়েন্স এর বরাত দিয়ে জানা যায়, এক সপ্তাহেরও বেশি সময় আগে উনাকে গ্রেপ্তার করে সালমান প্রশাসন। তবে এখনো তার আটকের কোন কারণ জানা যায়নি।

শাইখ আল-ওয়াক্বদ প্রয়াত শাইখ ইবনে উসাইমিনের ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী ভিডিওটি আজকে শহিদ জিয়াউর রহমানের। পাকিস্তানের উস্কানিমূলক হামলার প্রতিবাদে তিনি তোরখাম সীমান্তে পাকিস্তানের সেলগুলোতে ঢুকে বীরত্বের স্বাক্ষর রাখেন।

গোলাগুলির একপর্যায়ে শহিদ হন।

image

image

এটা ভালো।

image

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন?

Deinix সোশ্যাল সাইট কি থাকবে নাকি বন্ধ করে দেবো?

বায়ু দূষণে আজও শীর্ষে ঢাকা।ঢাকার বাতাস আজও ‘খুব অস্বাস্থ্যকর’

বিশ্বের শহরগুলোর মধ্যে ২৫৩ স্কোর নিয়ে বায়ুদূষণে শীর্ষে ঢাকার অবস্থান । আজ সকাল ৮টা ১ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

দেশটা হলো আস্ত রুটি
যে যার মতো খাবলে খাবি।

ধরলে চেপে কেউ তোর টুটি
তারেও রুটির অংশ দিবি।

দেশটা ছিল আগে ওদের বাবার
এখন দেশটা তোদের বাবার ।

আমরা সবে হলাম ভরাটিয়া
বানের জলে আসছি ভাসিয়া।

imageimage

ব্রেকিং!

ডোনাল্ড ট্রাম্প পেন্টাগনকে ইসরায়েলের নিকট ২০০০ পাউন্ড ওজনের বিধ্বংসী বোমার চালান ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে! বাইডেন প্রশাসন এই ২০০০ পাউন্ড বোমার চালান আটকে রেখেছিল।

সামনের দিনগুলোতে সাগরপথে ইসরায়েলকে ২০০০ পাউন্ড ওজনের  বিধ্বংসী ১৮০০টি MK-84 বোমা সরবরাহ করবে আমেরিকা।

image