পাখির চোখে আজকের 'মার্চ ফর ইউনিটি'।

imageimage

ফেসবুকের মতো আমরা আনলিমিটেড পোস্ট নিউজ ফিডে দেই নি। দিলে আপনাদের সময় ফুরাতো, অন্যান্য কাজ করতে পারতেন না। তাই কয়েকটা পোস্টের নিচে Load more posts অপশন দেয়া আছে।

যারা অনেক পোস্ট দেখতে চান, বা যাদের কাছে আরো সময় আছে; তারা এই অপশনে প্রেস করে আরো পোস্ট দেখতে পারবেন।

فیس بک کی طرح ہم نیوز فیڈ میں لامحدود پوسٹس نہیں دیتے۔ آپ کا وقت ختم ہو جائے گا اور آپ دوسرے کام نہیں کر پائیں گے۔ تو کچھ پوسٹس کے نیچے مزید پوسٹس لوڈ کرنے کا آپشن موجود ہے۔

وہ لوگ جو بہت ساری پوسٹس دیکھنا چاہتے ہیں، یا جن کے پاس زیادہ وقت ہے؛ وہ اس آپشن کو دبا کر مزید پوسٹس دیکھ سکتے ہیں۔

image

থার্টিফাস্ট নাইট আমাদের সংস্কৃতি নয়—ক্লিয়ারকাট কথা।

image

আফগানিস্তানের ইসলামিক আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা ইয়াকুব:


আমাদের উপর কোন আক্রমণ আমরা উত্তর ছাড়া রাখব না।

ইরানী মিডিয়া (ইনতেখাব):

ইসরায়েলী গোয়েন্দা সংস্থা এবং বাশার আল আসাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

image

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইসরায়েলি হামলায় শাহাদতবরণ করা ফিলিস্তিনি সাংবাদিক আয়মান আল-জাদী এবং তাঁর নবজাতক ছেলের ছবি ছড়িয়ে পড়েছে।

image

গত এক বছরে আফগানিস্তানের জিডিপি বৃদ্ধি পেয়েছে ২.৭ শতাংশ

গত তিন বছর ধরে ইসলামি আমিরাত আফগানিস্তানের উপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে আন্তর্জাতিক সম্প্রদায়। পাশাপাশি কোটি কোটি ডলারের সম্পত্তিও জব্দ করেছে যুক্তরাষ্ট্র ও বিশ্বব্যাংক। তা সত্ত্বেও আশ্চর্যভাবে দেশটির জিডিপি বৃদ্ধি পাচ্ছে।

অর্থ মন্ত্রণালয় বলছে, গত এক বছরে আফগানিস্তানের জিডিপি ২.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) আফগান ভয়েস এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য তুলে ধরেন দেশটির অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুর রহমান হাবিব।

তিনি জানান, আফগানিস্তানের জিডিপিতে সেবা খাতের অবদান সবচেয়ে বেশি। এই ক্ষেত্রে দেশটির অর্থনীতিতে ৪৬.৮ শতাংশ অবদান রাখছে সেবা খাত। এরপর রয়েছে দেশটির কৃষি খাত। কৃষি খাতের অবদান ৩৪.৩ শতাংশ। ১৩.৫ শতাংশ অবদান নিয়ে পরবর্তী স্থানে রয়েছে দেশটির শিল্পখাত।

image

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়:

গত ২৪ ঘন্টার মধ্যে ইসরায়েলের হামলার ফলে ৩০ জন নিহত ব্যক্তির মৃতদেহ হাসপাতালে এসেছে এবং ৯৯ জন আহত হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন যা নথিভুক্ত করা হয়েছে।

— আলজাজিরা

দক্ষিণ কোরিয়ার একটি বিমানবন্দরে ১৮১ জন যাত্রীসহ একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত ২৮ জন মারা গেছে বলে বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে।
দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে গিয়ে পাশের দেয়ালের সাথে সংঘর্ষ হয় বিমানটির। এ সময় বিমানটিতে মোট ১৭৫ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিল।
বিমানটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ফেরত গিয়ে বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনায় পতিত হয়।

আল্লাহ হেফাজত করুন??
গাজায় মসজিদ লক্ষ্য করে ইসরায়েলের ট্যাঙ্ক থেকে গোলা নিক্ষেপের ফুটেজ।