image

পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে দু'দেশের সীমান্তরক্ষীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় পাকিস্তানের ১৯ সেনা নিহত হয়েছেন। অন্যদিকে, আফগানিস্তানের তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। চীনা সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে চায়না ডেইলি শনিবার (২৮ ডিসেম্বর) এ খবর প্রকাশ করেছে।

ভাই বাস্তবে,
পাকিস্তানের কাছে, F-16. এরমতো আধুনিক ফাইটার আছে, j10 আছে চাইনিজ।
আফগানের কাছে ততটা শক্তিশালী ফাইটার ও নেয়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও নেয়।
২টায় মুসলিম দেশ।
২টার উচিত সমঝোতা করা।
পাকিস্তান কিংবা আফগানি, মরলে মুসলিমরা য় মরবে
আফগান মরলে আমেরিকা হাসবে,
পাকিস্তান মরলে ভারত হাসবে।

তালেবান তাদের জনতার হাতে হাতে কালিমার পতাকা ধরিয়ে দিতে সক্ষম হয়েছে।

পাকতিয়ায় পাকিস্তানের বর্বরতার বিরুদ্ধে খোস্ত শহরে বিক্ষোভ

image

image

ইজরায়েল ফিলিস্তিনের একজন ডাক্তারকে কিডনাপ করে নিয়ে যায়। নাম, কামাল আদনান

image

image

image

image

image