Mises Rashida Begum changed her profile picture
14 w

image
Md Rohmotullah added new product for sell.
14 w
imageimage

0 Reviews
9HPM+5G5, Bosua, Bangladesh· Currently unavailable.· Used

Wall hook

$600.00 (USD)

Suction Cup Wall Hook
? ড্রিল করার ভয়ে দেয়ালে কিছু ঝুলাতে পারছেন না? তাহলে আপনি ব্যবহার করুন এই- ??????? ??? ????

✳️ সাকশন কাপ হুক
কোনো ড্রিলিং প্রয়োজন নেই, রান্নাঘরের পাত্র থেকে শুরু করে বাথরুমের আনুষাঙ্গিক পর্যন্ত,এতে পাঁচটি হুক রয়েছে, যা তোয়ালে, পোশাক, স্পঞ্জ এবং অন্যান্য বাথরুমের প্রয়োজনীয় জিনিসগুলি ঝুলানোর জন্য পর্যাপ্ত জায়গা প্রদান করে, এটি যেকোন বাথরুমের জন্য আবশ্যক
Availability : In Stock
নিতে হলে ইনবক্সে নক করুন অথবা কল করুন ০১৭০৫০১৮৬৮০ নাম্বারে।

বারান্দায় কাপড় শুকোতে দেয়া আমাদের মা-বোনদের নিত্যদিনের অভ্যাস। বিশেষত শহুরে ফ্ল্যাটে বারান্দা ছাড়া উপায়ও নেই যেন। তবে এ ক্ষেত্রে অনেকেই মস্তবড় ভুলটি করে বসেন। শহরের ঘিঞ্জি এলাকায় তারা বারান্দায় কাপড় শুকোতে দিয়ে রাখেন, এমনকি পরিধেয় বিশেষ পোশাকটিও তারা বারান্দায় উন্মুক্তভাবে রোদে দেন। এতে কিছু সমস্যা হতে পারে।
.
যেমন আশেপাশের ফ্ল্যাট থেকে এসব কাপড়ের দিকে লোলুপ দৃষ্টি দেয়া হয়। এরপর এটা সীমা ছাড়িয়ে ইভটিজিংয়ে পরিণত হয়। ইভটিজিং না হলেও দুশ্চরিত্র ব্যক্তিরা এসব কাপড় দেখেই অনেক মাপজোখ করে ফেলে। এরপর থেকে অসৎ উদ্দেশ্যে বারবার উঁকিঝুঁকি মারতে থাকে।
.
এ জন্য উত্তম হলো, বারান্দায় বড় কাপড় দিয়ে পর্দা লাগিয়ে দেয়া। কমপক্ষে গাঢ় কালারের নেট-জাতীয় পর্দা হলেও লাগিয়ে নেয়া যেতে পারে। এরপর বারান্দায় কাপড় শুকানো। অথবা বারান্দায় দুই স্তর করে রশি লাগানো। সামনের দিকে পুরুষদের কাপড় দিয়ে ভেতরের দিকে মহিলাদের কাপড় শুকাতে দেয়া। এতে করে বাইরে থেকে শুধু পুরুষদের কাপড়গুলোই দেখা যাবে।
.
কাপড় শুকানোর পর রশিতে তা ফেলে না রাখা। অনেকেই একদিন গোসল করে কাপড় শুকাতে দেয়ার পর পরদিন গোসলের সময় রশি থেকে কাপড় আনতে যান। আবার কেউ কেউ ছাদেও সারারাত ধরে কাপড় ফেলে রাখেন। এতেও বদজিনের আছর পড়ার সমূহ আশঙ্কা থাকে।
.
এ ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, কাপড় পরার সময় সব সময় বিসমিল্লাহ বলে পরা। পোশাক-আশাক খোলা ও পরিধানের সময় দুআ পড়া। এবং নিরাপত্তার দুআসমূহের ওপর আমল করা।

বই : পর্দা গাইডলাইন
লেখক : মাওলানা তানজীল আরেফীন আদনান
উমেদ প্রকাশ থেকে প্রকাশিত

image

ঊমি উর্মিলা!
নিয়মিত টিকটকার।
লক্ষ লক্ষ পেরিয়ে তার ফলোয়ার, ভিওয়ার্স।
প্রতিদিন অগনিত কন্টেন্ড ভিডিও। ভিডিও মেকআপ করার জন্য দু তিনদিন পর পর নতুন ড্রেস কিনতে হয় তার। টিকটক আইডিতে শত শত নাচের ভিডিও । কিনে এনেছেন দামি দামি রিং লাইট।

গত সোমবার রাত ১২ টা।
ঊমি নিজ রুমে ভিডিও বানাচ্ছে।
সকাল হলে আপলোড করবে নিজ টিকটক আইডিতে। ভিডিওর কাজ শেষ করে ঊমি নিজ বেডে শুয়ে পড়ে। এবং দেখা শুরু করে অন্যান্য টিকটকারদের ভিডিও... এক সময় ঘুমের অতল গহব্বরে ডুবে যায়।

সকাল ৮ টা বাজে।
ঊমির মা ঊমিকে ডাকতে যায় নাস্তা করার জন্য।
উমি অচেতন হয়ে ঘুমিয়ে আছে।পাশে পড়ে আছে মোবাইল। হাতে নিতেই দেখা যায় রাতে টিকটক ডান্স দেখতে দেখতেই সে ঘুমিয়ে পড়েছে। কেননা মোবাইলটি টিকটক এপ্সেই ঢুকা ছিল

অনেকক্ষন ডাকাডাকি করার পরেও সাড়া মিলছেনা ঊমির। চিল্লাচিল্লি শুরু করলে দেখা যায় ঊমি রাতে ঘুমের মধ্যেই মারা গিয়েছে। সারা শরির শক্ত কাঠ হয়ে আছে। উমির হাতটি মোবাইল ধরা অবস্হায় ছিল। তাই হাতটি যেমন ছিল তেমনই শক্ত হয়ে গিয়েছে হাতটি সোজা করা যাচ্ছিলনা। সারা শরির শক্ত হয়ে পড়েছে। ঘুমের মধ্যে বা টিকটক দেখা অবস্হাতেই তার মৃত্যু হয়

ঊমি নেই রয়ে গিয়েছে তার শত শত অর্ধনগ্ন ভিডিও।
ঊমি আজ" কবরে" যারা ঊমির নাচ ডান্সের ভিডিওগুলি দেখছে তারা জানানেইনা যে যার ডান্সের ভিডিও দেখছি সে একজন মৃত।

আফসোস- মানুষ তার মৃত্যুর পরেও পাপ জারি রেখে যায়। যদিও ভিডিওগুলি ডিলেট করে দেয়া হয় তবু কিয়ামত পর্যন্ত এই গোনাহ তার কবরে জারি থাকবে কেননা সে তো নিজে আর ভিডিওগুলি ডিলেট করে তাওবা করে যায়নি।

এভাবে অগনিত ঊমিরা " কবরে চলে যায়।
থেকে যায় তাদের জারিকৃত পাপ গুলি.......

Collected

image
bobik05 changed his profile picture
14 w

image
Demo User changed his profile picture
14 w

image

কলিফর্ম ব্যাকট্যারিয়া সাধারণত মানুষ এবং অন্যান্য প্রাণীর মলমূত্রে পাওয়া যায়। কলিফর্মযুক্ত পানি বা খাদ্য গ্রহণ করলে ডায়রিয়া, টাইফয়েড, হেপাটাইটিস, কলেরা এবং অন্যান্য পানিবাহিত রোগের ঝুঁকি থাকে।

image

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে প্রচণ্ড সংঘর্ষে সন্ত্রাসী দখলদার ইসরায়েলের চার সেনা নিহত এবং ছয় জন আহত হয়েছে। গতকাল (শনিবার) উত্তর গাজার বেইত হানুন এলাকায় এসব সেনা হতাহত হয়।

image

নিয়ন্ত্রণে আসেনি লস অ‍্যাঞ্জেলেসের দাবানল, বাড়িঘর ছেড়েছে লক্ষাধিক মানুষ

পাঁচ দিনেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস অ‍্যাঞ্জেলেসের আগুন। কিছু কিছু স্থানের দাবানল নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এখনো আগুন জ্বলছে ছয় স্থানে। আগুন নিয়ন্ত্রণে বৃষ্টির অভাব আর ঝড়ো বাতাসই মূল বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

আগুন আতঙ্কে দিন কাটছে লস অ‍্যাঞ্জেলেসের বাসিন্দাদের। এ আতঙ্ক আরও বাড়িয়ে দিচ্ছে মোবাইলে আসা বাধ্যতামূলক নিরাপদ স্থানে সরে যেতে প্রস্তুত থাকার সতর্কবার্তা। গেলো পাঁচ দিনেও আগুন নিয়ন্ত্রণের তেমন কোন ভালো খবর মেলেনি। উল্টো নতুন করে আবারও ঝড়ো বাতাসের পূর্বাভাস শঙ্কায় ফেলেছে সবাইকে।

স্থানীয় সময় শনিবার (১১ জানুয়ারি) থেকে দিক পরিবর্তন করে আরও পূর্ব থেকে উত্তর–পূর্ব দিকে ধাবিত হচ্ছে দাবানল। এ কারণে ছয় এলাকায় জ্বলতে থাকা আগুন ছড়িয়ে পড়তে পারে নতুন এলাকায়। দাবানলে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। আগুনে পুড়ে গেছে ১০ হাজারেরও বেশি অবকাঠামো।

image

থাই গ্লাসে দিন-রাতের মারপ্যাঁচ :

এখন বাসার জানালা বা দরজায় সাধারণ কাচের বদলে থাই গ্লাস লাগানো হয়। এসব গ্লাসের একটি বিশেষত্ব হলো, দিনের বেলা সূর্যের আলোয় রিফলেকশনের কারণে বাইরে থেকে ভেতরের দৃশ্য দেখা যায় না। তবে রাতের বেলা বাইরে থেকে স্বচ্ছভাবেই ভেতরের দৃশ্য দেখা যায়। থাই গ্লাসের এই মারপ্যাঁচ অনেকেই বুঝতে পারেন না। ফলে তারা সন্ধ্যার পর জানালার গ্লাস টেনে দিয়েই ক্ষান্ত হয়ে যান। এদিকে বাইরে থেকে যে ভেতরের সবকিছুই স্পষ্ট দেখা যাচ্ছে, এটা তারা বুঝতে পারেন না। তাই থাই গ্লাস টেনে দিলেও তার ওপর পর্দা দিয়ে রাখতে হবে। যাতে রাতের বেলা বাইরে থেকে কিছুই দেখা না যায়। আবার অনেক সময় জানালার কাচে ঘরের দৃশ্য ফুটে ওঠে, যা অন্য বাসা থেকেও সুস্পষ্ট বোঝা যায়। এ জন্য উচিত হলো, জানালা খোলা থাকলেও পাতলা নেট জাতীয় পর্দা ঝুলিয়ে দেয়া, যাতে ঘরের দৃশ্য জানালায় ফুটে না ওঠে।
.
বই : পর্দা গাইডলাইন
লেখক : তানজীল আরেফীন আদনান
উমেদ প্রকাশ থেকে প্রকাশিত
[পৃষ্ঠা নং - ৭৭ থেকে]

image