পহেলা জানুয়ারি 2025 থেকে DEINIX পয়েন্ট আর্নিং সম্পূর্ণ বন্ধ করা হবে। শুধু মনিটাইজ থেকে আর্নিং করতে পারবেন।

যারা পয়েন্ট আর্নিং করতেছেন, তারা প্রো প্যাকেজ এ আপগ্রেড হোন। আগামী মাস থেকে ফ্রি ইউজার পয়েন্ট আর্নিং টোটালি বন্ধ ঘোষণা করা হলো।

image

কতটা পাশবিক নির্যাতনের শিকার!!
শিশু অবস্থায় বাশার আল আসাদ তাকে বন্দী করে। তখন সে হয়তো ঠিকমতো কথাও শিখে নাই। এজন্য মুক্তির পরে সে না জানে নিজের নাম, আর না জানে কোনও পরিচয়।

একটু চিন্তা করে দেখুন আল্লাহ তায়ালা আমাদেরকে কত অল্পতে হাসিনার কবল থেকে মুক্ত করেছেন। এই খু*নি হাসিনা যদি আরও ১০ বছর থাকতো তাহলে সে বাংলাদেশকেও সিরিয়া বানিয়ে যেত।

MD.MEHEDI HASAN FARUK changed his profile picture
4 w

image

মানুষের কি নির্মমতা
কী ভয়াবহ কারাগার তৈরি করেছে কুখ্যাত বাশার আল আসাদ। লোকজন কারাগারের সেলগুলোর দরজাই খুঁজে পাচ্ছে না।

হায়রে নির্মম কারাগার।
বাশার আল আসাদের কারা-নির্যাতনের ফলে অনেকটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে।

কি একটা মুহূর্ত আল্লাহ!
কি একটা মুহূর্ত আল্লাহ।
বন্দীদের কণ্ঠস্বর শোনা যাচ্ছে, কিন্তু তাদেরকে উদ্ধার করার ফটক খুঁজে পাওয়া যাচ্ছে না।😭

নিজেকে একটু ওই বন্দীর জায়গায় কল্পনা করুন।

১৯৯৮ সাল থেকে তিনি কারাবন্দী। বাশার আল আসাদের বাপ হাফিজ আসাদের সময় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বন্দী হন। ভাবা যায়?! 🥺

image

জীবন কুরবান হোক।
আমার মতো নগন্য মানুষের জীবন কুরবান হয়ে যাক এই নিষ্পাপ শিশুদের জন্য। কতটা ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছে তারা তা আপনি কল্পনাও করতে পারবেন না।

হে আল্লাহ! যারা এই মাজলুমদের উদ্ধার করেছে আপনি তাদেরকে উত্তম বিনিময় দান করুন।

আয় ভাই আয়! আমরাও তো সেই কবে থেকে অপেক্ষায় আছি। চারিদিকে বিজয় দেখে আমাদের হাতদুটোও কেমন নিশপিশ করছে। আমরাও একটু খেলতে চাই।

image

ভিডিও টি দেখুন। শিহরিত হবেন।
২০১১ থেকে ২০২৪ পর্যন্ত সিরিয়ার মানচিত্র। কারা কখন কতটুকু অংশের দখলে ছিল; তার পুরো চিত্র উঠে এসেছে এই ভিডিওতে।

🟥 আসাদ বাহিনী
🟩 বিপ্লবী গ্রুপ
🟨 কুর্দি
⬛️ আইএস
🪨 আল কায়দা