সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রতি পরম দয়ালু মেহেরবান৷

image

সকালের স্নিগ্ধতা গ্রহণ করো। আল্লাহকে উত্তম অভিভাবক বানানোর চেষ্টা করো৷

image

DEINIX এর আর্থিক ফান্ড শূন্য। কেউ ডোনেট করছেন না। তাই ফ্রি ইউজারদের পয়েন্ট আর্নিং টোটালি অফ করতে হচ্ছে।
আপনারা প্রো প্যাকেজ কিনুন। প্রো ইউজারদের জন্য পয়েন্ট আর্নিং চলবে।

আর্থিক ফান্ড সচল হলে ফ্রি ইউজার পয়েন্ট আর্নিং অন করা হবে ইনশাআল্লাহ্। সচল না হলে বরাবরই বন্ধ থাকবে ফ্রি ইউজারদের পয়েন্ট আর্নিং।

ফুলের মতন শুভ্রতায় ছেয়ে যাক আমাদের জীবন।

image

শুভরাত্রি সবাইকে।
কতজন আছে মৃত্যুর প্রহর গুনছে। কত মানুষ অসুস্থতায় কাতরাচ্ছে। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে মাফ করে দিক।

দেশে এসব কি চলছে 🙂

image

পহেলা জানুয়ারি 2025 থেকে DEINIX পয়েন্ট আর্নিং সম্পূর্ণ বন্ধ করা হবে। শুধু মনিটাইজ থেকে আর্নিং করতে পারবেন।

যারা পয়েন্ট আর্নিং করতেছেন, তারা প্রো প্যাকেজ এ আপগ্রেড হোন। আগামী মাস থেকে ফ্রি ইউজার পয়েন্ট আর্নিং টোটালি বন্ধ ঘোষণা করা হলো।

image

কতটা পাশবিক নির্যাতনের শিকার!!
শিশু অবস্থায় বাশার আল আসাদ তাকে বন্দী করে। তখন সে হয়তো ঠিকমতো কথাও শিখে নাই। এজন্য মুক্তির পরে সে না জানে নিজের নাম, আর না জানে কোনও পরিচয়।

একটু চিন্তা করে দেখুন আল্লাহ তায়ালা আমাদেরকে কত অল্পতে হাসিনার কবল থেকে মুক্ত করেছেন। এই খু*নি হাসিনা যদি আরও ১০ বছর থাকতো তাহলে সে বাংলাদেশকেও সিরিয়া বানিয়ে যেত।

MD.MEHEDI HASAN FARUK Changé sa photo de profil
17 w

image

মানুষের কি নির্মমতা
কী ভয়াবহ কারাগার তৈরি করেছে কুখ্যাত বাশার আল আসাদ। লোকজন কারাগারের সেলগুলোর দরজাই খুঁজে পাচ্ছে না।