যদি পাশের দেশের চাপেই বিডিআর বিদ্রোহের কমিশন না হয়ে থাকে, তাহলে জুলাই গণহত্যার বিচারও হবে বলে মনে হয় না।

হয়তো আজ থেকে ১০ বছর পর এভাবেই কোন মামলার দোহাই দিয়ে জুলাই গণহত্যার বিচার আটকে দেওয়া হবে, যেভাবে আটকানো হলো বিডিআর বিদ্রোহের কমিশন।

আজকের বিপ্লবীরা যদি আর্মি অফিসার হত্যার বিচারের দাবিটা আদায় করতে না পারেন, তবে আপনি নিজে খুন হলেও সেইটার বিচার পাবেন না কোনদিন।

পাশের দেশ আপনাকে থ্রেট মনে করলেই খেয়ে দেবে। বাট আপনার রক্ত বিক্রি হয়ে যাবে কোন এক ধমক, স্বার্থ বা ক্ষমতার বিনিময়ে।

৫৮ জন দেশপ্রেমিক সেনা অফিসার আর বিনা অপরাধে জেল খাটা হাজারো বিডিআর জাওয়ানদের রক্ত বিক্রি করতে দেওয়ার আগে কথাটা মাথায় রাইখেন।

©সাদিকুর রহমান খান

তান্ডব শুরু হয়ে গেছে 🙂

image

এই হলো বড় রাজনৈতিক দলের অবস্থা 🙂

image

আলিফ হত্যার বিচার কি আর হবে?!

image

অবস্থা টা দেখুন। পুরা বিপ্লব কে ভিন্ন খাতে নিয়ে যাচ্ছে। বিকৃত করছে।

image

আমাদের খাঁটি নেতা। শহীদ নেতা।
আমরা যখন কথা বলি, তখন তা শত্রুর বুকে গুলির চেয়েও শক্ত হয়ে বিঁধে।

শহীদ ইয়াহইয়া সিনওয়ার

শহীদ/বিপ্লব
‼️জুলাই স্মৃতি ‼️

এভাবেই স্নাইপার শটে একে একে শহীদ করা হয় আমাদের সহযোদ্ধাদেরকে।  আমরা যেনো এগুলো ভুলে না যাই।  জুলাই অমর থাকুক।

স্থান : মিরপুর ১০
তারিখ : ১৯ এ জুলাই

ভিডিও কৃতজ্ঞতা : মনসুর আবদুল্লাহ 

এদিকে এরদোগান ইসরাঈল আর আমেরিকার অস্ত্রের ব্যবসা করতেছে, যেই অস্ত্র দিয়ে আমাদের ফিলিস্তিনি মাজলুম ভাই-বোনদের শহীদ করা হচ্ছে। আর এদিকে সিরিয়াতে ইসরাঈল কে দমানোর কথা বলতেছে। এগুলা কোন ধরনের নাটক?

এই এরদোগান হচ্ছে সেরা মুনাফিক দ্বীমুখি ভাব তার।

image

উপরে উপরে ইজরায়েলকে হুমকি দিলেও, তলে তলে ইজরায়েলের সাথে কাজ করছে আমাদের এই কথিত সাহসী নেতা 🙂

image

শহীদ মুজাহিদ ইসমাইল হানিয়া (রহ) কে হত্যার দায় স্বীকার করেছে দখলদার ইসরায়েল।😪

image