গাজার শুজাইয়্যা থেকে জোরপূর্বক সাধারণ মানুষকে ঘরছাড়া করছে সন্ত্রাসী ইজরায়েল।

image

গাজার শুজাইয়্যা থেকে জোরপূর্বক সাধারণ মানুষকে ঘরছাড়া করছে সন্ত্রাসী ইজরায়েল।

imageimage

এখন হোক বা পরে, অচীরেই ইজরায়েল সিরিয়ার অধিকৃত অঞ্চল থেকে পালাতে বাধ্য হবে। ইনশাআল্লাহ।

এরদোয়ান

image

চক্ষু শীতল করা দৃশ্য।
পশ্চিম তীরের তুলকারাম এলাকায় ইজরায়েলের একটি সামরিক বাহন উড়িয়ে দেয়ার দৃশ্য।

দেশটা কি আরও ভয়ংকর ভয়াবহতার দিকে যাচ্ছে?! আমরা কি আরও বিপদের মুখোমুখি হবো?!

image

মানবতা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। মৃত্যুর মুখে পতিত মানুষদের ঔষধ সামগ্রীও লুট করে নিলো 😪

image

ছাড়িয়ে যাক। ভারতের এক সময় পাকিস্তানকে ভয় পেতে হবে।

image

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে মন্তব্য নেই ভারতের।

ছাত্র-জনতার আন্দোলনে পালিয়ে যাওয়া খুনী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার পাঠানো কূটনৈতিক নোট পাওয়ার তথ্য নিশ্চিত করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেছেন।

নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে জয়সওয়াল বলেন, ‘‘আমি নিশ্চিত করছি যে, আমরা আজ বাংলাদেশ হাইকমিশনের কাছ থেকে প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে একটি কূটনৈতিক নোট পেয়েছি। তবে এই মুহূর্তে এ বিষয়ে আমাদের কোনও মন্তব্য নেই।’’

image

সকল ইউজাররা নিজেদের পোস্ট মনিটাইজেশন করে আর্নিং করতে পারবেন। পোস্ট সম্পূর্ণ নিজের হতে হবে, কোনো কপি এলাউ না।

তবে মনে রাখবেন, মনিটাইজেশন পোস্ট তারাই দেখতে পাবে, যারা আপনার সাবস্ক্রিপশন কিনেছে।

image

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়কের বাড়ির দেয়ালে লিখা “মৃত্যুর জন্য জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক”। বগুড়ার নওদাপাড়া গ্রামে সমন্বয়ক আহসান হাবীব সায়েমের বাড়িতে এই ঘটনাটি ঘটেছে।

image