সন্ত্রাসী চিন্ময় দাসকে নিয়ে আমার দেশ পত্রিকার আজকের লিড নিউজ।

খাতা কলমে উগ্রবাদী ধর্মীয় সংগঠন ইসকনের তিন নম্বর নেতা হলেও কার্যত পুরো সংগঠনটি নিয়ন্ত্রিত হয় গেরুয়া সন্ত্রাসী চিন্ময় দাসের হাত ধরেই। যে কারণে ইসকন থেকে বাহিষ্কারের নাটক মঞ্চস্থ করার পরও একাধিকবার ইসকন নিয়ন্ত্রিত মন্দির থেকে তার অপর সংগঠন সনাতনী জাগরণ জোটের কর্মসূচী পালন করতে দেখা গেছে। ফ্যাসিবাদী শাসন ফিরিয়ে আনতে দিল্লির তৈরী নীলনকশার অন্যতম সেনাপতি এই গেরুয়া জঙ্গী।

image

জোরে আলহামদুলিল্লাহ বলতে হবে।

image

সকল সশস্ত্র গ্রুপ ভেঙে দিয়ে একক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সিরিয়া নিয়ন্ত্রণ হবে। বিপ্লবে অংশ নেয়া এবং বিপ্লবের সমর্থক গোষ্ঠীগুলি এই চুক্তিতে সম্মত হয়।

বাকি আইএস সহ কিছু গোষ্ঠী এর বাহিরে। তারা এই চুক্তিতে সম্মত হবে না সেটাই স্বাভাবিক।

image

আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানের ধারাবাহিক বিমান হামলায় নারী, শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার রাতে বারমাল জেলার লামানসহ সাতটি গ্রামকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এর মধ্যে কেবল লামানেই একই পরিবারের পাঁচ সদস্য প্রাণ হারিয়েছেন।

তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বারমালে বিমান হামলার পর পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার করেছে।

হামলার নিন্দা জানিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, নিজেদের ভূমি ও সার্বভৌমত্ব রক্ষা করা তাদের বৈধ অধিকার। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ‘ওয়াজিরিস্তানি শরণার্থীরাও’ ছিল।

(পাকিস্তানের শিক্ষা হলো না। এরা পুরো পাকিস্তান হাতছাড়া হওয়ার আগপর্যন্ত তাদের শিক্ষা হবে না।)

সোর্স :- টেলিগ্রাম নিউজ পোর্টাল

image

🔴 আবারও ভারতকে চপেটাঘাত আমেরিকার, ভারতে তৈরি ১১ ওষুধে নিষেধাজ্ঞা

মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) ভিয়াট্রিসের ইন্দোর কারখানায় তৈরি ১১টি ওষুধের আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। মার্কিন কর্মকর্তারা কারখানা পরিদর্শনে গিয়ে নিয়ম লঙ্ঘনের প্রমাণ পান।

🚫 ভিয়াট্রিস জানিয়েছে, তারা এফডিএর চিঠির জবাব দিয়ে কারখানায় নিয়ম মেনে চলার জন্য তৃতীয়পক্ষের সহযোগিতা নিয়েছে। তবে, কোন ১১টি ওষুধ নিষিদ্ধ হয়েছে তা এখনও প্রকাশিত হয়নি।

image

ইজরায়েলের পাশবিকতা।
তোদের ধ্বংস অনিবার্য। রবের পাকড়াও অতি ভয়ংকর।

ইজরায়েলের পাশবিকতা
গাজায় ইসরাইলি হামলায় হত্যার শিকার সন্তানকে কোলে নিয়ে কান্না করছে এক ফিলিস্তিনি।

আহ ফিলিস্তিন।
🚨 এই ফিলিস্তিনি বাচ্চাটিকে আগুনে পুড়ে হত্যা করেছে ইহুদিবাদী ইসরাইল।

আহ গাজা।
🔴 গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়ায় নিজ বাড়িতে ইসরাইলি হামলায় গুরুত্বর আহত হয়েছেন এই ফিলিস্তিনি শিশু। ব্যথায় কাতর হয়ে শিশুটি এক প্রকার অনুভূতিহীন হয়ে পড়েছে

চোখ অশ্রুসিক্ত হতে বাধ্য।
ইসরাইলের এ যুদ্ধ শিশুদের বিরুদ্ধে।
দেখো মুসলমান, তোমার হৃদয় কি তবু গলবে না?!