image

image

ইসরাইলি গনমাধ্যমের তথ্যমতে গাজা উপত্যকায় স্থল হামলা শুরু হওয়ার পর থেকে অভিযুক্ত ইসরায়েলি মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 397। যুদ্ধের শুরু থেকে ইসরায়েলি সরকারের দাবি অনুসারে মোট "সামরিক" মৃত্যুর সংখ্যা 824-এ পৌঁছেছে।

যদিও হামাস যোদ্ধাদের দাবি এই সংখ্যা বহু গুন। প্রকৃত সংখ্যা ইসরাইল গোপন করছে বলে দাবি হামাসের।

✔️ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে উত্তর ও মধ্য গাজা উপত্যকায় সাম্প্রতিক লড়াইয়ে দুই ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে এবং উত্তর গাজায় আরেক সেনা গুরুতর আহত হয়েছে।

551তম ব্রিগেডের 'অমিত লেভি' কেন্দ্রীয় গাজা উপত্যকায় নিহত হয়েছেন এবং স্টাফ সার্জেন্ট। 401তম আর্মার্ড ব্রিগেডের 9ম ব্যাটালিয়নের 'যুবাল সোহাম' উত্তর গাজায় নিহত হয়েছেন।

image

ইজরায়েল সেনা নিহত। আলহামদুলিল্লাহ।

image

বিজয়
পাকিস্তানের একটি সেনাচৌকি দখলে নিয়ে সেখানে নিজেদের পতাকা ওড়াচ্ছে টিটিপি

পাকিস্তানের অবসরপ্রাপ্ত অনেক সেনা অফিসার তাদের সন্তানদেরকে পাকিস্তান সেনাবাহিনী থেকে সরিয়ে নিচ্ছে।

image

নির্যাতন
🛑| সিরিয়ার আল-মায়াদিন সংবাদদাতা:

ইসরায়েলি বাহিনী দক্ষিণ সিরিয়ায় ১৩টি সামরিক চেকপয়েন্ট স্থাপন করেছে এবং সেখানে দখলদার বাহিনী হিসেবে তাদের কর্তৃত্ব প্রয়োগ করছে।

image

জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরী ও উপস্থাপনের উদ্যোগ:

অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদবিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এ ঘোষণাপত্রটি গৃহীত হবে।

গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। এতে জুলাই গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিত, ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে।

আমরা আশা করছি, সকলের অংশগ্রহণের মাধ্যমে কিছুদিনের মধ্যেই এ ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে।

আসিফ মাহমুফ