Discover postsExplore captivating content and diverse perspectives on our Discover page. Uncover fresh ideas and engage in meaningful conversations
বিডিয়ার বিদ্রোহের প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। অন্যদিকে শত শত নিরাপরাধ বিডিয়ার সদস্য পনেরো বছরের বেশি সময় ধরে কারাগারে বন্দী, তাদের মুক্তি দেয়া হয়নি। এভাবে একদল মারা গেছে। আরেকদল জীবিত থেকেও তিলে তিলে মরে যাচ্ছে। একই সঙ্গে দুই পক্ষের শত শত পরিবারের জীবন থেকে সকল সুখ-শান্তি কেড়ে নেয়া হয়েছে।
এরপরেও আসিফ নজরুলদের কিছু বলা যাবে না। বললেই হাসিনা চলে আসবে। সমন্বয়করা ফারূকীর সঙ্গে সিনেমা নিয়ে ব্যস্ত। অথচ রাজপথে তাদের অসংখ্য সতীর্থরা কবর ও হাসপাতালে। স্বজনদের চোখের পানি, বুকের দগদগে ঘা এখনও শুকোয়নি। তবুও কিছু বলা যাবে না। বললে ভারত এদেশ দখল করে নিবে।
@ মুহতারাম Mizan Harun ভাই
শফিউর রহমান ফারাবী
যিনি ১৩ সালে শ|হব|গিদের হৃদয়ে কম্পন সৃষ্টি করেছিলেন। সর্বপ্রথম কলম ধরেছিলেন না'স্তি'কদের বিরুদ্ধে।
কিন্তু মিথ্যা মামলায় প্রায় দীর্ঘ ১১ বছর যাবত চার দেওয়ালে আবদ্ধ। ভাবতে পারেন ১১ বছর কতদিন সময়?
ওনার জীবন-যৌবন সব চার দেওয়াল কেড়ে নিয়েছে। নবী প্রেমে উজ্জীবিত জোয়ান মানুষটা আজ বৃদ্ধ হয়ে গিয়েছে।
ছাত্র-জনতা, আলেম-ওলামা দল-মত নির্বিশেষে, এই মাজলুম ভাইয়ের মুক্তির আওয়াজ তুলুন!
২০ থেকে ৩৭ বছর বয়সী ১১,৭০০ জন নারীকে উদ্ধার করা হয়েছে, যাদের কে ধর্ষণ করা হতো।😭
পৃথিবীর ইতিহাসে গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কারাগার সিদনায়া কারাগর।
দামেস্কের সিদনায়া কারাগার থেকে এ পর্যন্ত ২০ থেকে ৩৭ বছর বয়সী ১১,৭০০ জন নারীকে উদ্ধার করা হয়েছে!
তাদের শত শত সন্তান আছে, কিন্তু এগুলো ধর্ষণের কারণে হয়েছে! তারা জানে না এই সন্তানের পিতা কে!
এখন বুঝতেছেন আসাদের পতন কেন দরকার ছিল? আর সে কি ধরণের জালেম ছিল?
সিরিয়ার বোনরা কি আপনার বোন না? তাহলে সিরিয়ার জুলুমের সংবাদে আপনার রক্ত ক্ষরণ হয় না কেন? আপনি জিওপলিটিক্স বুঝে উল্টায়ে ফেলেন কিন্তু সিরিয়ার এই মুসলিমদের জন্য আপনার মায়া লাগে না।
আপনি মুনাফিক।
Md Rohmotullah
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Md Abdul Basir
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Mokhles Madani
Delete Comment
Are you sure that you want to delete this comment ?