আয়ারল্যান্ডে ইজরায়েলের দূতাবাস বন্ধ করার উপলক্ষে জনতার আনন্দোৎসব।

©inb

image

আহ স্বাধীনতা, আহ🥲

image

চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদি মিছিলে যোগ হলেন মাদরাসা শিক্ষার্থী মো. আরাফাত (১২)। নাজেরা শেষ করে তিন পারা কোরআন মুখস্থ করা আরাফাত উত্তরা জামিয়া রওজাতুল উলুম মাদরাসার ইবতেদায়ি আউয়ালের শিক্ষার্থী ছিলেন।

৫ আগস্ট উত্তরা আজমপুরে আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন। আধুনিক হাসপাতাল ও কুর্মিটোলায় ফেরত পাঠানোর পর সিএমএইচে ভর্তি করা হলেও তিন মাস চিকিৎসাধীন থেকে আজ ২২ ডিসেম্বর ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজীয়ুন।

ঘাতক বুলেট আরাফাতের বাম পাজর ভেদ করে মেরুদণ্ড ভেঙে ডান দিক দিয়ে বের হয়ে যায়, ফলে একটি কিডনি নষ্ট হয়। উন্নত চিকিৎসার জন্য ২৪ ডিসেম্বর বিদেশ নেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু তার আগেই শহীদ হন। আল্লাহ শহীদ আরাফাতকে জান্নাত নসিব করুন।

এই অভ্যুত্থানে মাদরাসা শিক্ষার্থীদের এমন ত্যাগ ও সাহসিকতা ইতিহাসের পাতায় নতুন অধ্যায়ের সৃষ্টি করেছে।

©টেলিগ্রাম

সবাই ফুলকে পছন্দ করি,,কিন্তু ফুলের মত জিবন গড়তে কেউ পারি না,,,

image

সুবহানাল্লাহ

image

সত্য কথা

image

কুত্তালীগের আপডেট ভার্সন।
দ্বিতীয় দলের তান্ডব প্রায় শুরু। আমরা মুক্ত হবো কবে🥲

image

ফিলিস্তিনে শিশু হত্যা?
জাবালিয়াতে শিশুদের হত্যা করে সন্ত্রাস দমন করছে ইজরায়েল আমেরিকা।

এই আণুবীক্ষণিক প্রাণীটিকে বলা হয় মাইট। এটা আমাদের চোখের পাতার ভিতরে বাস করে। আমরা যখন ঘুমিয়ে থাকি তখন এটি রাতে বেরিয়ে আসে। এর স্ত্রীরা আমাদের চোখের পাপড়ির প্রতিটি লোমকূপের ভিতরে 20 থেকে 24টি ডিম পাড়ে। এই মাইটের কাজ হল আমাদের মুখের মরা চামড়া খাওয়া প্রতিদিন পুনর্নবীকরণ করা, যেটি আমরা ঘুমিয়ে থাকাকালীন একটি প্রাকৃতিক প্রসাধনী প্রক্রিয়া সম্পাদন করে।

"অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে?"
আল_কুরআন সূরা (আর_রহমান)

image

দারুণ প্রতিবাদ। কিছু প্রতিবাদের জন্য ভাষা লাগে না, কেবল মানসিকতাই যথেষ্ট।

image