দাদাবাবুদের খবর কী😄
কোথায় গেলো তাদের বাণিজ্যিক নীতি।?!

image

আজকের আমার দেশ পত্রিকা। এভাবেই সত্য সংবাদ প্রচার হোক৷

image

সে আসুক 🥰

image

কিভাবে আমাদের শতশত আঘাতের ক্ষত শুকানোর আগে, তাদের বিচার হওয়ার আগে পুনর্বহালের কথা উঠতে পারে?!😐

image

মনের রং ই আসল 🥰🥰

image

বদর যুদ্ধের ৩১৩ জনের কথা মনে আছে?

সোর্স :- টেলিগ্রাম আইএনবি নিউজ

image

image

জীবনের আনন্দঘন মুহূর্তগুলোতে, স্বাপ্নিক সুখের সময়গুলোতে আপনার কি আল্লাহর কথা বেশি বেশি মনে পড়ে? খুব মন চায় আল্লাহর কাছে বারংবার কৃতজ্ঞতা জানাতে? বাড়তি সালাত আদায় করতে? বাড়তি সাদাকা করতে?

যদি উত্তর ‘হ্যাঁ’ হয়, তাহলে অভিনন্দন। আল্লাহর সাথে আপনার সম্পর্কটা অনন্য মাত্রায় পৌঁছেছে।

আরিফ আজাদ।

image

মনে যখন এই বিশ্বাস গেঁথে নিবেন যে—যা কিচ্ছু হয়েছে, হচ্ছে এবং ভবিষ্যতে হবে তার সবটাই আল্লাহর পরিকল্পনা, আপনার জন্য নির্ধারিত তাকদির, তখন দেখবেন—নিজেকে বা অন্যকে দোষারোপ করার মানসিকতা অনেকটাই কমে আসবে।

আপনার জন্য যা লেখা আছে তা-ই ঘটবে। একবিন্দু হেরফের কোথাও হবে না৷

সুতরাং, নিজের সর্বোচ্চ চেষ্টাটুকু করুন, তারপর অপেক্ষা করুন আল্লাহর ফয়সালার৷ তিনি যে ফলাফলই দেন, সেটা সন্তুষ্টচিত্তে গ্রহণ করুন।

আরিফ আজাদ।

ইয়া গাজ্জাহ😭

image