Alhamdulillah For Everything! মনের কথাগুলো আল্লাহ ছাড়া কার কাছে বলি না।কারণ তিনি ছাড়া এগুলো পূরনের ক্ষমতা কার নেই।

ইয়া আল্লাহ সবাইকে মৃত্যুর আগে একবার হলেও,বাইতুল্লাহ যেয়ারতের তাওফিক দান করুন! আমিন।

কোন একদিন, মৃত্যু এসে আমাদের বলবে,Your Time Is Over- Let’s Go!

বুকের মাঝে হাজারও কষ্ট নিয়ে আলহামদুল্লিলাহ বলাটা,আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসের নমুনা।

আল্লাহ কোনোদিনও আমায় নিরাশ করেন নি। আল্লাহর হিসাব দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী নয়।মানব মস্তিষ্ক তাঁর হিসাব রিড করতে পারবেনা, অসম্ভব।তাঁর উপর সব ছেড়ে দিয়ে পথ চলায় একটা অন্য প্রশান্তি আছে।

লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনায জোয়ালিমিন (لأ إله إلا أنت سبحانك إني كنت من الظالمين)অর্থ : ‘তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই; তুমি পুতঃপবিত্র, নিশ্চয় আমি জালিমদের দলভুক্ত।

নিশ্চয়ই আমার সালাত,আমার কুরবানি, আমার জীবন এবং আমার মরণ,সবকিছু কেবল প্রতিপালক আল্লাহ তাআলার জন্য।

আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাঁদলিক।অর্থঃ- হে আল্লাহ আপনি আমার ভাগ্য খুলে দিন।

একসময় আল্লাহর কাছে নির্দিষ্ট করে চাইতাম। আমাকে এটাই দিও , প্লিজ, না পেলে অভিমান করতাম। ইদানিং শুধু বলি, যেটা ভালো মাবুদ, সেটাই করো। আত্মা প্রশমিত হোক আমার।

আল্লাহুম্মাগ ফিরলি, ওয়ার হামনি, ওয়াজবুরনি, ওয়াহদিনি, ওয়ারজুকনি।অর্থ : হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন, আমার ওপর রহম করুন। আমার প্রয়োজন পুরো করে দিন। আমাকে সঠিক পথে পরিচালিত করুন এবং আমাকে রিজিক দান করুন। (তিরমিজি, হাদিস : ২৮৪)