যে ছবিতে জনতার ভাষার রঙ থাকে সেখানে এস্থেটিজমের ভঙ কেন?
ওরা একে একে মুছে দিচ্ছে জুলাইয়ের সব কটা চিহ্ন।
আবু সাঈদ, মুগ্ধরা হয়ে উঠছে বাণিজ্য।
জুলাইয়ের নেতারা বিক্রি হয়ে যাচ্ছে কারওয়ানীদের কাছে।
আমরা এখন শুধু দেখে যাবো।
আহতদের অবহেলায় ফেলে রেখে সচিবদের কোটি টাকা দেওয়ার নাটক দেখবো।
জনপ্রিয় শহীদদের পরিবারকে নিয়ে রাজনীতিবিদদের নাকি কান্না দেখবো।
ইনশাআল্লাহ পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লবের মাধ্যমেই চোকানো হবে আসহাবুল ইয়ামিনদের রক্তের মূল্য।
— Irfan Sadik
Jahidul Islam
Delete Comment
Are you sure that you want to delete this comment ?