লেবাননে পালিয়ে যাওয়া বাশার আল আসাদের কুকুরদের ফেরত দিয়েছে লেবানন।

তবুও জালিমদের শিক্ষা হবে না। বিপদের সময় কেউই যে পাশে থাকে না সেটা জানার পরেও তারা এটা ভেবে অন্যায় করে যাবে যে, আমার অমুক মিত্র হয়তো আমাকে আশ্রয় দিবে। অথচ তার মিত্র তাকে লাথি মারে।