মাজলুম একসময় কঠিন ভাবে পরাজিত হয়, যখন সে জালেম হয়ে উঠে।
গত ১৫-১৬ বছর মাজালুম এর মতো জীবনযাপন করছে দেশের একটা দল!? বর্তমানে তাদের জালিমি কাজ গুলো মানুষ কে খুবই কষ্ট দিচ্ছে।
সন্দেহ হচ্ছে তাদের পরাজয় কি শ্রীলঙ্কার নেতাদের মতো হয় কি না? শর্টপ্যান্টও খুলে ফেলে কি না, যেমনটা স্বৈরাচার আওমীলিগ এর সাথে ঘটে নাই মানুষ অতিষ্ঠ হয়ে গেলে তাদের সাথে এমনটা ঘটতে বেশি সময় নিবে বলে মনে হয় না।