জীবন থেকে একটা বছর চলে গেল। ভাবতেই কেমন বিষণ্নতা অনুভব হচ্ছে। এক বছর মানে হলো ১২ মাস, ৩৬৫ দিন, ৮ হাজার ৭৬০ ঘন্টা। এই বছরের অর্ধেকই গেল নানান এক্টিভিজমের ভেতর দিয়ে। বইপড়া হয়েছে খুবই কম। সামনের বছর নিয়ে প্ল্যান সাজিয়ে নিচ্ছি৷ টার্গেট ঠিক করছি। সুনির্দিষ্ট প্ল্যান ছাড়া আপনি কোনভাবেই প্রোডাক্টিভ একটা বছর কাটাতে পারবেন না। তালিকায় মাস্ট যে বিষয়গুলো রাখবেন তার মধ্যে যেন নিচের ৩টা অবশ্যই থাকে-
১. কমপক্ষে ১টা নতুন সেলফ ডেভলপমেন্ট স্কিল খুব ভালভাবে অর্জন করা।
২. কেনা বইগুলো থেকে কী কী বই পড়ে শেষ করবেন তালিকা করা।
৩. প্রতি এক মাস পরপর এই টার্গেট পূরণের অগ্রগতি সম্পর্কে খতিয়ে দেখা।

তো আগামী বছরে আপনাদের কার কী প্ল্যান?