কি হয়েছিলো টিএসসিতে হাসিনার ছবি মুছে ফেলা নিয়ে?? কে আদেশ দিয়েছিলো?? চলুন সত্য ঘটনা জেনে আসি! যে অভিযোগ পাওয়া গেছে ঘটনার বিষয়ে:

"গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলার নির্দেশদাতা ডিএমটিসিএল লাইন-০৬ এর প্রজেক্ট ম‍্যানেজার। কন্ট্রাকটর কোম্পানি আইটিডি এই কাজ করতে অপারগতা প্রকাশ করলে ডিএমটিসিল অথোরিটি বাধ‍্য করে শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলার জন‍্য। তারই প্রেক্ষিতে গতকাল রাতে কয়েকজন ওয়ার্কার শেখ হাসিনার ছবি মুছতে গেলে রাতে স্টুডেন্টরা বাধা দেয়।"

ডিএমটিসিএল কেনো এই কাজ করতে চেয়েছে সেটা তাদের ব‍্যাখ‍্যা করা উচিত, উচিত না শুধু তাদের ব্যাখ্যা করতে হবে।

তথ্যসূত্র: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী যিনি বর্তমানে ঢাকা মেট্রোরেল প্রকল্পে এ একজন ইন্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন।

আমরা একটা ছবি সংযুক্ত করে দিচ্ছি যেটা ডিএমটিসিএল এর ফার্মগেট ইন্দিরা পার্কের ভিতরে প্রজেক্ট অফিসে পিএম এর মিটিং রুম সেখানে এখনো কার ছবি টানানো রয়েছে। বাকিটা বুঝে নিন।

©Collected

image