আফগা*নিস্তান কি আসলেই ফিলিস্তি*নের পক্ষে?
(১) ২০২৪ সালের অক্টোবর মাসে 'ট্রাকএকিউ' নামক ইংল্যান্ড ভিত্তিক সংস্থাটির রিপোর্টে বলা হয়েছে,
"হামা*স ও তালে*বানের গোয়েন্দা সংস্থা জেডিআই(GDI) ৭ অক্টোবর ২০২৩ সালের হাম*লার ছক কষে।"

(১) "হামা*স'কে তালে*বান অ*স্ত্র দিয়েছে, অ*স্ত্র কারবারির পেছনে তালে*বানের কেন্দ্রীয় নেতারা আছে।"-----জাতিসংঘ ও ইজ*রায়েলের বিবৃতি।

(২) এই তথ্য জাতিসংঘ ও ইজ*রায়েল ৭ অক্টোবর  হামা*স আক্রমণের ৩ মাস আগেই প্রকাশ করা হয়।

(৩) হামা*স যু*দ্ধের আগে ও পরে বার বার বলেছে তারা তা*লেবান'কে অনুসরণ করতেছে।

(৪) ইরা*নের এমপি স্বীকার করেছেন তা*লেবান, হামা*সকে ফি*দা*য়ী হাম*লার প্রশিক্ষণ দিচ্ছে।(২০২৪)

(৫) জাতিসংঘ, সিআইও ও ইংল্যান্ড ভিত্তিক কয়েকটি সংস্থার ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের রিপোর্ট অনুযায়ী আ*ফগানি*স্তানে ২৭টি ক্যাম্পে আল-কা*য়দার বিভিন্ন শাখার ও হা*মা*সের যো*দ্ধাদের প্রশিক্ষণ দিচ্ছে তালে*বান।

(৬) আফ*গানিস্তানের সাথে ফিলি*স্তিনের সীমান্ত নাই, তাই আফগা*নিস্তানের সে*নারা ফিলি*স্তিনে যেতে পারতেছেন না।
আফ*গানিস্তানের কোন সমুদ্র বন্দরও নাই, যারা ফলে সমুদ্র দিয়েও আফ*গানিস্তানের সে*নারা ফিলি*স্তিন যেতে পারবেন না।

মুহাম্মদ(সা.) এর একাধিক হাদিসের ভবিষ্যৎ বাণী অনুযায়ী খোরা*সান(বেশিরভাগ এলাকা আ*ফগা*নিস্তানে পড়েছে) থেকে একদল বের হয়ে জেরু*জালেম জয় করবে।
তাছাড়া গাজ*ওয়া*তুল হিন্দের(ভারতীয় উপমহাদেশের যু*দ্ধ) যু*দ্ধেও তাদের পাওয়া যাবে।

আফগানিস্তানের রাজনীতি সবার থেকে আলাদা।
তাদের কার্যক্রমের উপর নজর রাখেন।

কিছু কথা-: সমগ্র মুসলমানদের উপর ফ*র*জ জ*ঙ্গি ইজ*রা*য়েলের বিরু*দ্ধে জি*হা*দ করা। অথচ সেখানে নামধারী মুসলমান হামা*সের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে।