বিগত ফ্যাসিস্ট সরকারের সময় আওয়ামী লীগ ও প্রশাসন এক হয়ে গিয়েছিল। প্রশাসনের অতি উৎসাহী ও লোভী কিছু কর্মকর্তা এর জন্য দায়ী। পুরো দেশটাকে বৃহত্তর কারাগার বানিয়ে রেখেছিল। গুম , খুন, নির্যাতন, হামলা ও মামলার মাধ্যমে পুরো দেশটাকে আওয়ামী লীগের গোলাম বানিয়ে রেখেছিল। হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আল্লাহ তায়ালা আমাদের এই জুলুম থেকে উদ্ধার করেছেন। আমরা চাই না অদূর ভবিষ্যতে আর কোনো ভাই এইভাবে জুলুমের শিকার হোক।

তবে অত্যন্ত পরিতাপের বিষয় হলো ৫ই আগস্টের পর শুধুমাত্র রাজনৈতিক কারণে নয় বরং ব্যক্তিগত রেষারেষি, ক্রোধ, হিংসা, প্রতিহিংসার বশবর্তী হয়ে আওয়ামী লীগ দুষ্টু নেতাদের সাথে এক‌ই মামলায় অনেক নিরাপরাধ ভাইদের মামলার আসামি করা হয়েছে। আমরা এই ধরণের অপকর্মের তীব্র নিন্দা জানাই। সাথে সাথে রাজনৈতিক দল ও প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাই যারা অপরাধের সাথে কোনভাবেই জড়িত নয় এমনসব ব্যক্তিদের যেন কোনভাবেই হেনস্থা করা না হয়। বর্তমানে এসব নিরীহ লোক গুলো জামিনের জন্য কোর্টের দরজায় দরজায় ঘুরছেন।