আমাদের লক্ষ্য একটাই,
আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন তথা শরীয়াহ কায়েমের লড়াই।
প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থায় কস্মিনকালেও এই লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। তাই আমরা গণতান্ত্রিক দলগুলো এড়িয়ে চলি।

প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনের সময় আমরা মানুষের দোরগোড়ায় গিয়ে যেভাবে একটা ভোটের জন্য কাকুতি মিনতি করি, এরকম তৃষ্ণা নিয়ে মানুষের দোয়ারে ইসলামী জীবনব্যবস্থার সৌন্দর্য তুলে ধরলে অনেক আগেই মানুষ কুফরী জীবনব্যবস্থা ছেড়ে ইসলামী শাসনব্যবস্থার দিকে ঝুঁকে পড়তো।

গণতান্ত্রিক ব্যবস্থায় অংশগ্রহণ করে আমাদের ইসলামী দলগুলোর হাতে যদি কখনো ক্ষমতা এসেও যায়, তবুও দেশে ইসলামী শাসনব্যবস্থা কায়েম হবে না এটা বিশ্বাস রাখতে হবে। পৃথিবীর বুকে এর বহু নজির রয়েছে। শুধুমাত্র মিসরের হাফেজ মুরসির পরিণতির দিকে তাকালেই যথেষ্ট।

তাই লক্ষ্য একটাই হোক, শরীয়াহ কায়েম।
আপাতত রোডম্যাপ হচ্ছে, মানুষের দোরগোড়ায় কুফরী গণতন্ত্রের দাওয়াত না পৌঁছিয়ে ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দেয়া।

আল্লাহ তাওফীক দান করুন।
✍️ উসমান গনি