স্বাধীন বাংলাদেশের প্রথম গুম হওয়া ব্যক্তি মেজর (অব.) এমএ জলিল
🚫 ৯ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার মেজর (অব.) এমএ জলিল ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম গুমের শিকার ও রাজবন্দি। ১৯৭১ সালের ৩১ ডিসেম্বর সদ্য স্বাধীন বাংলাদেশে ভারতীয় বাহিনীর লুটপাটের প্রতিবাদ করায় তাকে গ্রেফতার দেখিয়ে কার্যত বন্দি করা হয়। এই সংগ্রামী মুক্তিযোদ্ধাকে ১৯৭২ সালের ৭ জুলাই মুক্তি দেওয়া হয়, তবে তার বীরত্বের স্বীকৃতি আজও বঞ্চিত।
🔴 ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আনুষ্ঠানিক আত্মসমর্পণের সময় তিনি খুলনায় অবস্থান করছিলেন এবং আত্মসমর্পণ অনুষ্ঠানে অংশ নেন। কিন্তু ভারতীয় মিত্রবাহিনী তাকে সামনে আসতে দেয়নি। এ নিয়ে প্রতিবাদ করায় তাকে বন্দি করা হয়।
🔴 মেজর জলিল স্বাধীনতার পর ভারতীয় বাহিনীর লুটপাট ও যুদ্ধের অস্ত্র নিয়ে যাওয়ার বিরোধিতা করেন। এর জের ধরে ১৯৭১ সালের ৩১ ডিসেম্বর তিনি যশোরে মুক্তিবাহিনীর লোকের হাতে গ্রেফতার হন। লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ বলেন, মেজর জলিলের গ্রেফতার নিয়ে অনেক ধোঁয়াশা থাকলেও তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দি।
🔴 মেজর জলিল ১৯৭২ সালের ৭ জুলাই বন্দিদশা থেকে মুক্তি পান। পরবর্তীতে তিনি জাসদে যোগ দিয়ে আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখেন। তার অবদান স্মরণ করে অনেকেই দাবি তুলেছেন, মেজর জলিলকে ‘বীর উত্তম’ উপাধি দিয়ে ইতিহাসকে কলঙ্কমুক্ত করা হোক।
সোর্স: আমার দেশ
Zihad Hossen
Delete Comment
Are you sure that you want to delete this comment ?