✔️ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে উত্তর ও মধ্য গাজা উপত্যকায় সাম্প্রতিক লড়াইয়ে দুই ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে এবং উত্তর গাজায় আরেক সেনা গুরুতর আহত হয়েছে।

551তম ব্রিগেডের 'অমিত লেভি' কেন্দ্রীয় গাজা উপত্যকায় নিহত হয়েছেন এবং স্টাফ সার্জেন্ট। 401তম আর্মার্ড ব্রিগেডের 9ম ব্যাটালিয়নের 'যুবাল সোহাম' উত্তর গাজায় নিহত হয়েছেন।

image