বাবারা তো বাবা-ই হয়
বাবারা তো বাবা-ই হয়,
আর মায়ের ব্যাপারে ত বলতে মানা।
মায়ের ব্যাপারে লিখতে তুমার,
আছে কি কবি সাহেব, যথেষ্ট শব্দ জানা?

ল্যাংরা হোক,
বোবা হোক, হোকনা আরও কানা।
হেসে খেলে গাওয়া যত উপশমের গান,
সব মা বাবাদের আছে জানা।

সংগৃহীত