হলিউড খ্যাত আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যের লস এঞ্জেল শহরের হলিউড স্টুডিও এর খুব কাছের পাহাড়ি অংশে আগুন লেগেছে দাবানল এর কারণে। ইতিমধ্যে কয়েক হাজার বাড়ি ঘর পুরে ছাই হয়ে গেছে। আগুন খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়তেছে। আকাশ থেকে তোলা আগুন ও ধ্বংসের ছবি দেখলে ভয়ে শরীরে লোম খাড়া হয়ে যাওয়ার অবস্থা।

নিচে ৩ টি দিলাম আগুনের ভয়াবহতা বুঝানোর জন্য। কি পরিমাণ বাড়ি ঘর আগুনে পুড়ে গেছে তা বুঝা যাচ্ছে শেষের ২ টি ছবিতে। ১ নম্বর ছবিতে দেখা যাচ্ছে লস এঞ্জেল শহরের রাস্তায় যানজটে পড়া গাড়ির দীর্ঘ সারি। ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বাধ্যতামূলক নির্দেশ জারি করেছেন ঘড়-বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য। মানুষজন প্রাণ বাঁচাতে এক কাপড়ে বেড়িয়ে পরেছেন নিরাপদ আশ্রয়ের জন্য।

#californiawildfire #losangelescalifornia #wildlife #emergencyevacuation #california

@Collected

image
image
image