পাকিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণ, ১২ শ্রমিক আটকা
পাকিস্তানের বেলুচিস্তানের সানজদি এলাকায় মিথেন গ্যাসের বিস্ফোরণে একটি কয়লা খনি ধসে পড়েছে। এতে ১২ জন শ্রমিক আটকা পড়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
খনি থেকে শ্রমিকদের জীবিত উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। বেলুচিস্তানের প্রধান খনি কর্মকর্তা আবদুল গনি বালুচ জানিয়েছেন, সব প্রচেষ্টা শ্রমিকদের উদ্ধারের কাজে নিয়োজিত করা হয়েছে।
বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহীদ রিন্দ জানিয়েছেন, ঘটনাস্থলে উদ্ধারকারী দল উপস্থিত রয়েছে এবং আরও দল পাঠানো হয়েছে.

Zihad Hossen
Hapus Komentar
Apakah Anda yakin ingin menghapus komentar ini?
jakir Hosain
Hapus Komentar
Apakah Anda yakin ingin menghapus komentar ini?