“আমি পাগড়ি পরেছি…”
আমি পাগড়ি পরেছি মাথায়,
পাঞ্জাবি-পায়জামা গায়ে।
চলেছি হালাল রিজিক খুঁজতে,
একটা ক্যামেরার কাজে।
ঘরে ঢুকে থমকে গেলাম,
চোখ নিচু, মন ভারী।
কেউ পর্দাহীন, কেউ পাতলা জামা,
নেই লজ্জা, নেই সততার খোঁজারি।
আমি তো এসেছি পেশাদার হয়ে,
তাদের নিরাপত্তা দিতে।
কিন্তু তারা কেন ভুলে গেলো,
আমার চোখও একটা ‘আমানত’ দিতে?
পুরুষ অভিভাবক কেউ নেই,
নারীরা নির্লজ্জ সাজে।
আমি যে মুসলিম তরুণ,
তা কি তাদের চোখে বাজে?
পাগড়ি দেখে ভাবল না তারা,
পর্দা করবে কিছুখন?
আমি তো চোখ নামিয়েছি,
তারা কেন দিল না সম্মান?
ইয়া আল্লাহ! তুমি হেফাজত করো
আমার চোখ, মন আর পথ।
এই সমাজে ফেরাও হায়া,
তাকওয়ার আলো দাও যথাযথ।
---
#আমি_পাগড়ি_পরেছি
#তাকওয়ার_পথে
#deeniloyalstore
#islamicawareness
#পর্দা_সবার_জন্য
#modestymatters
