ব্যক্তি ও অবস্থা ভেদে চিকিৎসার হুকুম ভিন্ন হয়।
ওয়াজিব -যখন চিকিৎসা না করলে জীবন চলে যাওয়ার ও অঙ্গহানী হওয়ার আশঙ্কা থাকে।
মুস্তাহাব - যখন রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে৷
মুবাহ- উপরোক্ত অবস্থা না হলে।
মাকরূহ - চিকিৎসা করলে রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।