১ বছরের ব্যবধানে তারা দুজনেই চলে গেলেন ?
আবু দিয়া নাবহান এবং তাঁর ‘রুহের রুহ’(জীবনের চেয়ে প্রিয়) নাতনি রিম, ১ বছরের ব্যবধানে দুজনই ইসরায়েলের হামলায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন।

দাদা-নাতির এই খুনসুটির দৃশ্য বহুদিন হৃদয়ে দাগ কেটে থাকবে। দাদা-নাতির এরকম হাজারো বেদনাদায়ক গল্প রচিত হচ্ছে গাজায়...

এই জীবন মূল্যহীন, এই জীবন গাজাবাসীর জন্য কিছুই করতে পারে নি।