শহীদ আরাফাতের জানাজায় শেখ হাসিনার বিচার দাবি, বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণ

১২ বছর বয়সী মাদ্রাসা শিক্ষার্থী শহীদ মো. আরাফাতের জানাজা অনুষ্ঠিত হয় এক আবেগঘন পরিবেশে। উত্তরা আজমপুরে আন্দোলনে পুলিশের গুলিতে আহত হয়ে দীর্ঘ তিন মাস চিকিৎসাধীন থাকার পর শহীদী মিছিলে যোগ দেওয়া আরাফাতের জানাজায় উপস্থিত হন বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিত্বরা। জানাজা পূর্ববর্তী বক্তব্যে সবাই অনতিবিলম্বে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবি জানান।

জানাজার পূর্বে বক্তব্য দেন বিশিষ্ট নাগরিক, রাজনীতিবিদ ও আলেমরা। মাওলানা শরীফ মুহাম্মদ তার বক্তব্যে শহীদ আরাফাতের আত্মত্যাগের কথা তুলে ধরেন এবং মাদ্রাসা শিক্ষার্থীদের অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে শেখ হাসিনা সরকারের দায়মুক্তির সংস্কৃতি নিয়ে কড়া সমালোচনা করেন।

উপস্থিত ছিলেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, বাংলাদেশে শহীদের রক্ত বৃথা যেতে পারে না। শেখ হাসিনার অপরাধ এবং তার দোসরদের পৈশাচিকতা বিচারের কাঠগড়ায় তুলে ধরতেই হবে।

জানাজায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, প্রধান উপদেষ্টার ব্যক্তিগত প্রেসসচিব শফিকুল ইসলাম এবং সমন্বয়ক সারজিস আলম শহীদ আরাফাতের প্রতি শ্রদ্ধা জানান এবং গণআন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

জানাজার আগে উপস্থিত সবাই শহীদ আরাফাতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং গণআন্দোলনের প্রতিটি শহীদের রক্তের প্রতি দায়বদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

image