সিরিয়ার রাষ্ট্র নায়ক জুলানী
"বিবিসিকে" দেয়া জুলানীর সাক্ষাৎকারের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরা হলো:

১. নিষেধাজ্ঞা বিষয়ে মতামত:
❝আমরা যুদ্ধবিধ্বস্ত একটি দেশ। আমরা প্রতিবেশী কিংবা পশ্চিমাদের জন্য হুমকির কারণ হব না।
এত কিছুর পরে পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত। কারণ তাদের নিষেধাজ্ঞা ছিল পূর্বের সরকারের বিরুদ্ধে। নির্যাতিতদের সাথে অভিন্ন আচরণ অনুচিত।❞

২. তাহরিরুশ শামের ব্যাপারে মতামত:
❝আমরা কোনও সন্ত্রাসী গোষ্ঠী নই। আমরা কোনও বেসামরিক লোক কিংবা তাদের স্থাপনায় হাম.লা করিনি। আমরা বিগত সরকারের হত্যাযজ্ঞের শিকার।❞

৩. সিরিয়া আবঘানিস্টানে রূপান্তর হওয়া সম্পর্কে:
❝সিরিয়ার সাথে আফগানিস্তানের অনেক পার্থক্য আছে। আমাদের শাসনপদ্ধতি ভিন্ন। আফগানিস্তান হচ্ছে উপজাতীয় সমাজ। সিরিয়া সম্পূর্ণ ভিন্ন। দুই দেশের মানুষ একভাবে চিন্তা করে না। সিরিয়ার সরকার এবং শাসনপদ্ধতি নির্ধারিত হবে সিরিয়ার ইতিহাস এবং সংস্কৃতি অনুযায়ী।❞

৪. নারী শিক্ষা সম্পর্কে:
❝ইদলিবে আমাদের অধীনে ৮ বছরেরও বেশি সময় ধরে নারী শিক্ষা চলমান রয়েছে। আমার ধারণা এই মুহূর্তে নারী শিক্ষার হার ৬০% ছাড়িয়েছে।❞