সন্ত্রাসী চিন্ময় দাসকে নিয়ে আমার দেশ পত্রিকার আজকের লিড নিউজ।

খাতা কলমে উগ্রবাদী ধর্মীয় সংগঠন ইসকনের তিন নম্বর নেতা হলেও কার্যত পুরো সংগঠনটি নিয়ন্ত্রিত হয় গেরুয়া সন্ত্রাসী চিন্ময় দাসের হাত ধরেই। যে কারণে ইসকন থেকে বাহিষ্কারের নাটক মঞ্চস্থ করার পরও একাধিকবার ইসকন নিয়ন্ত্রিত মন্দির থেকে তার অপর সংগঠন সনাতনী জাগরণ জোটের কর্মসূচী পালন করতে দেখা গেছে। ফ্যাসিবাদী শাসন ফিরিয়ে আনতে দিল্লির তৈরী নীলনকশার অন্যতম সেনাপতি এই গেরুয়া জঙ্গী।

image